Advertisment

শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধুন্ধুমার টি২০ সিরিজ! কেমন হচ্ছে ভারতের নতুন একাদশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম টি২০'তে কেমন দল সাজাচ্ছে ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
aus-ind

ভারত এবার টি২০-তে মুখোমুখি অজিদের (টুইটার)

ওয়ার্ল্ড কাপের ফাইনালে হৃদয় বিদারক হারের স্মৃতি এখনও টাটকা। সেই ম্যাচের এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট দল মুখোমুখি হচ্ছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে।বৃহস্পতিবার যে সিরিজের ঢাকে কাঠি পড়ছে ভাইজ্যাগে।

Advertisment

আপাতত ফাইনালে হারের দুঃসহ স্মৃতি ভুলে অজিদের বিপক্ষে নেমে পড়ছে। আগামী বছরেই টি২০ ওয়ার্ল্ড কাপের আসর বসছে। সেই বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে এই সিরিজ থেকেই। টি২০'তে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে। গত একদশক ধরে যে দুই ব্যাটিং মহীরুহ ভারতীয় ব্যাটিংকে কাঁধে নিয়ে এগিয়েছেন, সেই দুই তারকাকে ছাড়াই এবার ভারতের সামনে এই দুই ফরম্যাটে স্বাবলম্বী হওয়ার চ্যালেঞ্জ। রোহিতের অনুপস্থিতিতে যিনি টি২০'তে টিম ইন্ডিয়ার নেতা সেই হার্দিক পান্ডিয়াও চোটের কারণে নেই এই সিরিজে। নতুনদের কাছে এই সিরিজ থেকেই নিজেদের জাত চেনানোর লড়াই শুরু।

এই সিরিজের জন্য অস্ট্রেলিয়া আবার যুবদের সঙ্গে অভিজ্ঞতাকেও প্রাধান্য দিয়েছে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া স্কোয়াডের সাতজন তারকা থাকছেন এই সিরিজে। তবে অজিদের লক্ষ্য দলের তরুণদের যতটা সম্ভব সুযোগ দেওয়া। যাতে কোয়ালিটি ভারতীয় দলের বিপক্ষে প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের তাঁরা মেলে ধরতে পারেন।

টিম ইন্ডিয়ায় ফিরলেন অর্শদীপ সিং:

অস্ট্রেলিয়ার টি২০ ওয়ার্ল্ড কালে8 দুর্ধর্ষভাবে নিজেকে মেলে ধরেছিলেন অর্শদীপ সিং। এমনকি জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে বোলিং ইউনিটের নেতৃত্ব-ও দিয়েছিলেন তিনি। টেম্পারমেন্ট এবং চাপের মুখেও শান্ত থাকতে পারার বিরল দক্ষতা অর্শদীপের রয়েছে। যা স্বল্পতম ফরম্যাটে তারকাকে নেতা হওয়ার যোগ্য দাবিদার হিসাবে চিহ্নিত করেছে। অর্শদীপের দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। তবে ওয়ার্ল্ড কাপে মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা যেভাবে পারফর্ম করেছেন, তাতে অর্শদীপকে নিজেকে নতুনভাবে চেনানোর মঞ্চ হতে চলেছে অজিদের বিপক্ষে এই টি২০ সিরিজ।

সুযোগের সামনে রুতুরাজ গায়কোয়াড:

তরুণদের নিয়ে গড়া এই ভারতীয় দলের সহ অধিনায়ক বাছা হয়েছে রুতুরাজ গায়কোয়াডকে। টিম ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা রয়েছে সিএসকে তারকার ওপর। এতটাই যে ভাবা হয় ভবিষ্যতে ভারতের লিডারশিপ গ্রুপের অন্যতম হতে পারেন তিনি। হাংঝৌয়ে কিছুদিন আগেই এশিয়াডে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। আগামী দিনের জন্য শুভমান গিল ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। রোহিতের জায়গায় রুতুরাজ নিজেকে পরিবর্ত হিসাবে দাবিদার করতে পারেন কিনা, সেটা এই সিরিজ-ই ইঙ্গিত দেবে।

অস্ট্রেলিয়ান আরন হার্ডি:

চলতি বছরের শুরুর দিকে হার্ডি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান। পারথ স্করচার্সের হয়ে খেলা তরুণকে ধরা হয় অজি ক্রিকেটের উত্তেজক প্রতিভা। ব্যাট হাতে যেমন ছক্কার বন্যা বইয়ে দিতে পারেন, তেমন বল হাতে নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পিচ থেকে অতিরিক্ত বাউন্স আদায় করে ব্যাটারদের বিব্রত করতে পারেন। ক্যামেরন গ্রিনের উত্তরসূরি ধরা হয় তাঁকে। হার্ডির দিকে ভারতীয় দলের নজর থাকবে আসন্ন এই সিরিজে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সোয়াল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:

ম্যাথু ওয়েড, ট্র্যাভিস হেড, মার্কাস স্টোইনিস, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, আরন হার্ডি, শন আবট, কেন রিচার্ডসন, নাথান এলিস, আডাম জাম্পা

Cricket Australia Australia Indian Team Indian Cricket Team Australia Cricket Team
Advertisment