আর ঘণ্টাখানেক পরেই চলতি বিশ্বকাপের ১৭ নম্বর ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান। টনটনের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এবারের বিশ্বকাপে ভিলেনের ভূমিকায় বারবার উত্তীর্ণ হয়েছে বৃষ্টি। তার দাপুটে ব্যাটিংয়েই ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ।
শেষ দু'দিন বৃষ্টির জন্য কোনও ম্যাচ হয়নি বিশ্বকাপে সাউথ্যাম্পটনে বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ভেস্তে যাওয়ার পরদিন ব্রিস্টলেও শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ ধুয়ে যায়। অতীতে বৃষ্টি খেলার মাঝপথেও হামলা চালিয়েছিল।
আরও পড়ুন: ICC World Cup 2019, Australia vs Pakistan LIVE Cricket Score: আজ বিশ্বচ্যাম্পিয়ন বনাম ‘আনপ্রেডিকটেবল’
গ্রাফিক্সে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস
এখন প্রশ্ন আজও কি বৃষ্টিতে ভেস্তে যেতে পারে অজি-পাক মহারণ? হাওয়া অফিস বলছে এমনটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। টনটনের আকাশ এখন মেঘাচ্ছন্ন। সারা দিনই বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭০ শতাংশ বৃষ্টির অনুমান করা হয়েছে পুরো দিন জুড়ে।
গত ম্যাচে ভারতের কাছে পর্যুদস্ত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বুধবার নামছে পাকিস্তানের বিরুদ্ধে। গত মার্চে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে সরফরাজ আহমেদদের ৫-০ হোয়াইটওয়াশ করেছিল অজিরা। ফলে আজ একটু হলেও অ্যাডভান্টেজে থাকবে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোং।
এই টুর্নামেন্টে পাকিস্তানকে বলা হচ্ছে ‘আনপ্রেডিকটেবল’। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হতশ্রী ভাবে হারের পরেই তারা ইংল্যান্ডের মতো বিশ্বের এক নম্বর ওয়ান-ডে দলকে হারিয়েছে। যদিও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামা হয়নি সরফরাজদের। বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গিয়েছিল। আজ পাকিস্তান চাইবে অজিদের হারিয়ে টুর্নামেন্টে নিজেদের নামের সুবিচার করতে।