করোনার সংক্রমণ এখনও পুরোপুরি কাটেনি। এরমধ্যেই তাই জিম্বাবোয়ে সফর স্থগিত করতে বাধ্য হল ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে প্রেস বিবৃতিতে জানানো হল, অতিমারী এখনও নিয়ন্ত্রণে না আসায় দুই দেশের ক্রিকেট বোর্ডই অগাস্টে তিন ম্যাচের একদিনের সিরিজ স্থগিত রাখায় সম্মত হয়েছে।
৯ অগাস্ট উত্তর অস্ট্রেলিয়ার কোনো একটি ভেন্যুতে জিম্বাবোয়ের সিরিজে প্রথম ম্যাচ খেলার কথা ছিল। ১২ ও ১৫ তারিখে পরের দুটি ম্যাচ সূচি অনুযায়ী। প্রথম দুই ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও শেষ ম্যাচটি খেলার কথা টাউন্সভিলেতে।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফে আরো জানানো হয়, দুই দেশের বোর্ডই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। ভবিষ্যৎ এ বিকল্প কোনো একটি সময়ে এই সিরিজ আয়োজন করা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিক হকলে জানান, “এই সিরিজ স্থগিত করতে হওয়ায় আমরা রীতিমত হতাশ। ক্রিকেটার, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিক, স্বেচ্ছাসেবক, দর্শকদের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা। এটাই এই মুহূর্তের বাস্তবসম্মত সিদ্ধান্ত।”
Together with Zimbabwe Cricket, we’ve agreed to postpone the ODI series scheduled to be played in Australia in August.
Read all the info here: https://t.co/bUV937J4vU pic.twitter.com/MPkw6c6RTO
— Cricket Australia (@CricketAus) June 30, 2020
নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঠিক আগেই মার্চের ১৩ তারিখে ক্লোজড ডোরে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। তার পরেই অতিমারীর সঙ্কটের কারণে দুনিয়ার সব খেলা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এসলে জাইলস বলে রেখেছেন সেপ্টেম্বরে ব্রিটেনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ নির্ধারিত সূচি মেনেই খেলবে অজিরা। এই বিষয়ে তিনি আশাবাদী।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে