/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/RCB-IPL.jpg)
Swapnil Singh RCB: ইতিমধ্যে আইপিএলের প্লে-অফ পর্বে উঠেছে আরসিবি। (আইপিএল ওয়েবসাইট)
Glenn Maxwell, RCB, Instagram: আইপিএলের মেগা নিলামের আসর বসতে চলেছে কয়েক মাসের মধ্যেই। তার আগে সমস্ত দলই নিজেদের আসন্ন নিলাম-কৌশল নিয়ে পরিকল্পনায় ব্যস্ত। এর মধ্যেই বড় আপডেট গ্লেন ম্যাক্সওয়েলকে ঘিরে। ইনস্টাগ্রামে সরাসরি অজি সুপারস্টার আনফলো করে দিলেন আরসিবিকে। তার পরেই ম্যাড ম্যাক্সের ফ্র্যাঞ্চাইজি ছাড়ার জল্পনা জোরালো হয়েছে।
২০২১ আইপিএল নিলাম থেকে বিরাট টাকায় ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে কিনেছিল আরসিবি। তারপর টানা তিন সিজন আরসিবিতে খেলেছেন তারকা।
সব সিজনেই যে সফল হয়েছেন এমনটা নয়। ২০২৩-এ তুখোড় ফর্মে ছিলেন তারকা। ১৪ ম্যাচে ৪০০ প্লাস রান করেছিলেন লাল জার্সিতে। গত সিজনে অবশ্য একদমই ছন্দে ছিলেন না তারকা। ১০ ম্যাচে মাত্র ৫২ করেছিলেন। টানা ব্যর্থ হওয়ার পর ম্যাক্সওয়েল নিজেই দলের প্রথম একাদশ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাঁর জায়গায় আরসিবি প্রথম একাদশে সুযোগ দিয়েছিল উইল জ্যাকসকে। ইংরেজ তারকা ম্যাক্সওয়েলের জায়গায় খেলতে নেমে শতরান-ও হাঁকিয়ে গিয়েছিলেন।
🚨 Glenn Maxwell Unfollowed #RCB on Instagram #IPL2025#CricketTwitterpic.twitter.com/8EFfex3165
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) July 29, 2024
ইনস্টাগ্রামে ম্যাক্সওয়েলের নিজের ফ্র্যাঞ্চাইজিকে আনফলো করা তুচ্ছাতিতুচ্ছ মনে হতে পারে। তবে আধুনিক ক্রীড়া বিশ্বের গতি প্রকৃতি অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর। সেক্ষেত্রে ম্যাক্সওয়েলের ইনস্টাগ্রামে দলকে আনফলো করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
ম্যাক্সওয়েলকে ঝেড়ে ফেলতে পারলে আরসিবির বাজেট একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। নিলামে বেশ ভালো অঙ্কের অর্থ নিয়ে নামতে পারবে আরসিবি। সূত্রের খবর, ফাফ দু প্লেসিসকেও ছেড়ে দেওয়া হতে পারে। ভারতীয় কোনও তরুণকে ক্যাপ্টেন করার পথে হাঁটতে পারে বেঙ্গালুরু। এই খবর সত্যি হলে পাল্লা ভারি কেএল রাহুলের। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মনোমালিন্যের পর লখনৌ ফ্র্যাঞ্চাইজি যে রাহুল ছাড়ছেন, তা একপ্রকার পাকা। আরসিবিতে ক্যাপ্টেন হিসাবে তাঁর আগমন অনেকটাই পাকা, বলা হচ্ছে এমনই।