Australian Cricket Umpire Injured During Domestic Cricket Match in Perth: অস্ট্রেলিয়ান ক্রিকেটে আম্পায়ারদের আহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করা অজি আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড হাতে প্লাস্টিকের আবরণ লাগিয়ে মাঠে নামেন।
এবার আহতদের তালিকায় নাম লেখালেন পশ্চিম অস্ট্রেলিয়ান আম্পায়ার টনি দে নব্রিগা। মুখে সজোরে স্ট্রেট ড্রাইভ আছড়ে পড়ার পর তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হতে হল হাসপাতালে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সাবার্বান টার্ফ ক্রিকেট এসোসিয়েশনের তৃতীয় ডিভিশনের ম্যাচ চলছিল চার্লস ভেরিয়ার্ড রিজার্ভস-এ। মুখোমুখি হয়েছিল নর্থ পারথ এবং ওয়েম্বলি ডিস্ট্রিক্টস। সেই সময়েই আহত হন আম্পায়ার।
সংস্থার আম্পায়ারদের ফেসবুক পেজে লেখা হয়েছে, "টনিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। অস্ত্রোপচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো রাত হাসপাতালে কাটানোয় টনির শরীরে আর কোনও ভাঙা হাড়ের সন্ধান মেলেনি। ভয়ঙ্কর ঘটনা থেকে সেরে ওঠার জন্য আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। খুব দ্রুতই ওঁকে মাঠে দেখতে চাইছি আমরা। বন্ধু তোমার পাশে পুরো আম্পায়ারদের দলই রয়েছে। বিশ্রাম নাও টনি।"
আন্তর্জাতিক ম্যাচে আম্পায়াররা সাধারণত টুপি অথবা গোলটুপি পরেই পরিচালনা করেন। তবে অস্ট্রেলিয়ান আম্পায়ার জেরাল্ড আবুট বিগ ব্যাশ ম্যাচ পরিচালনার সময় হেলমেট পরে নেমেছিলেন। অন্য এক অজি আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ম্যাচ পরিচালনার সময় প্লাস্টিকের বর্ম ব্যবহার করেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে ৭০ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন ব্রুস অক্সেনফোর্ড ডেইলি মেইল-কে জানিয়েছিলেন, কেন এরকম হাতের বর্ম ব্যবহারে বাধ্য হলেন, "চলতি বছরের শুরুর দিকে দিল্লির হোটেলে শুয়ে ছিলাম। সেই সময়েই এই চিন্তা মাথায় খেলে যায়। কয়েকদিন আগেই সতীর্থ আম্পায়ার জন ওয়ার্ড ভারতে আম্পায়ারিং করতে এসে মাথায় বিশ্রীভাবে চোট পেয়েছিলেন। খুব খারাপ অবস্থায় ছিলেন উনি।"
"আমরা সবসময়ই আলোচনা করি কীভাবে আমাদের আগুনের সামনে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করতে হয়। বল আমাদের কাছে আরও দ্রুত, আরও জোরে ধেয়ে আসে। অনেকেই হেলমেট ব্যবহারের কথা বলেন। তবে তাতে আমার শ্রবণশক্তি এবং আশেপাশের দৃশ্য বাধাপ্রাপ্ত হবে। সবসময়ই যে মুখে আঘাত আসবে, তাও নয়। বল ধেয়ে এলে স্বাভাবিক প্রতিক্রিয়া হবে মুখের সামনে হাত নিয়ে তা আড়াল করা। তখনই আমার মাথায় আইডিয়া আসে, হাতে যদি কভার ব্যবহার করি, যা প্রতিরক্ষার কাজে লাগবে!"
READ THE FULL ARTICLE IN ENGLISH