গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপের পুরস্কারমূল্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। তারপরেই কেকেআরে খেলে যাওয়া অস্ট্রেলীয় তারকা ব্র্যাড হজ জানিয়ে দিলেন, আইপিএলে বন্ধ হয়ে যাওয়া এক দলের হয়ে খেলে তিনি এখনো টাকা পাননি। ১০ বছর কেটে গিয়েছে। তবে এখন হঠাৎ করেই এমন বিতর্কিত দাবি করলেন ব্র্যাড হজ।
২০১১ সালের ঘটনা। সেই সময় কোচি টাসকার্সের হয়ে খেলতেন অজি অলরাউন্ডার। ঘটনা হল ব্রিটেনের এক সংবাদমাধ্যমে সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার খবর জানানো হয়েছিল। সেই সংবাদের ঘটনা টুইট করেই ব্র্যাড হজ নিজের অর্থপ্রাপ্তির ঘটনা জানিয়ে শোরগোল ফেলে দেন।
সরাসরি বিসিসিআইয়ের কাছে আর্জি জানিয়ে তিনি সেই অর্থ ফেরত পাওয়ার দাবি করে বসলেন। হজের টুইট, "২০১১-য় কোচি টাসকার্সের হয়ে খেলার পর ৩৫ শতাংশ অর্থ এখনো বাকি রয়ে গিয়েছে। কোনোভাবে কি বিসিসিআই সেই অর্থ মেটাতে পারবে?" হজের সেই টুইট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
আরো পড়ুন: পন্থের ভয়ে জবুথুবু নিউজিল্যান্ড! ফাইনালে নামার আগেই কিউয়ি কোচের গলায় আতঙ্ক
আইপিএলে খুব বেশি সময় খেলেননি হজ। তবে ২০১১ সালে কোচি টাসকার্সের হয়ে ১৪টি ম্যাচে খেলে ৩৫.৬৩ গড়ে ২৮৫ রান করেন। তবে কোচি টাসকার্সের মালিক বিসিসিআইয়ের কাছে ব্যাঙ্ক গ্যারান্টি বাবদ অর্থ জমা করতে না পারায় বাতিল করে দেওয়া হয় সেই ফ্র্যাঞ্চাইজিকে।
আইপিএলে কোচি টাসকার্স ছাড়াও ব্র্যাড হজ কেকেআর, রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও ল্যাঙ্কশায়ার, ভিক্টোরিয়া, মেলবোর্ন রেনেগ্র্যাডস, মেলবোর্ন স্টার্স, বরিশাল বানার্সের হয়ে খেলেছেন বিভিন্ন লিগে। ৪৬ বছরেই অজি তারকা ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে সোয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএলে অভিষেক ঘটান। আইপিএলে তিনি মোট ৬৮টি ম্যাচ খেলেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন