Advertisment

Cricketer Leaves mid-innings: ব্যাট করতে করতেই বাবা হলেন তারকা! ব্রেক নিয়ে এল ম্যাচ জেতানো ইনিংসও, ঝড় ক্রিকেটবিশ্বে

Cricketer Retires Mid-Inning: মাত্র ৩৭ সপ্তাহ গর্ভবতী ছিলেন স্ত্রী। তবে আচমকা আগাম প্রসবের কান্ড ঘটল তারকা ক্রিকেটারের। সেই কারণেই খেলা ছেড়ে উঠে গেলেন হিল্টন কার্টরাইট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Hilton Cartwright

Australian Cricketer: অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বড় কীর্তি (টুইটার)

Cricketer Retires Mid-Inning for Child Birth: জীবনের অন্যতম সেরা ইনিংস খেলে গেলেন জিম্বাবোয়ে বংশোদ্ভূত তারকা অস্ট্রেলিয়ান হিল্টন কার্টরাইট। পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে তারকা এই ক্রিকেটার খেলতে নেমেছিলেন তাসমানিয়ার বিপক্ষে। তবে ব্যাট করার সময়েই খবর পান সন্তানের পিতা হয়েছেন। তড়িঘড়ি মাঠ ছাড়েন তিনি।

Advertisment

চা বিরতির সময় তিনি ৫২ রানে ব্যাট করছিলেন। সেই সময়েই সুখবর পান তিনি। তাঁর সন্তান সম্ভবা স্ত্রী ৩৭ সপ্তাহে পা দিয়েছিলেন। তবে তিনি ব্যাট করতে নামার পর তাঁকে জানানো হয়, স্ত্রী টামেকার কিছু জটিলতা থাকায় সময়ের আগেই প্রসব কালীন যন্ত্রণা উঠেছিল।

আর স্ত্রীর পাশে থাকার জন্য মাঠ ছেড়েছিলেন তিনি। পরে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে যান অজি তারকা। পরে মাঠে নেমে রিলি মেরেডিথের কাছে উইকেট খোয়ানোর আগে ৬৫ করেন তিনি। পশ্চিম অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার পরে বলেন, মাত্র ৩৭ সপ্তাহ হওয়ায় তিনি স্ত্রীকে ছেড়ে খেলতে নেমেছিলেন। তবে আপদকালীন পরিস্থিতিতে কার্টরাইট মাঠ ত্যাগ করার আগে পুরো বিষয় সম্পর্কে অবহিত করেন প্রতিপক্ষ দলকে।

ম্যাচের শেষে কার্টরাইট বলে দিয়েছেন, "আমার স্ত্রী টামেকা মাত্র ৩৭ সপ্তাহের হওয়ায় ভেবেছিলাম দ্বিতীয় সন্তানের জন্ম আমার ম্যাচ খেলার প্রভাব ফেলবে না। ইনিংস ব্রেকের সময় তাসমানিয়াকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। আমি, কোচ এবং স্যাম (হোয়াইটম্যান) ঠিক করে নিয়েছিলাম, কখন মাঠ ছাড়ব। আমাদের পরিকল্পনাতেই ছিল, পরবর্তীতে মাঠে নামার।"

Cricket Australia Cricket News Australia Cricket Team
Advertisment