scorecardresearch

অস্ট্রেলিয়াকে প্ৰথমবার টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন! মঙ্গলবার ক্রিকেটকে বিদায় জানালেন সুপারস্টার

ক্রিকেটের সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে ফেললেন সুপারস্টার অজি ক্রিকেটার

অস্ট্রেলিয়াকে প্ৰথমবার টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন! মঙ্গলবার ক্রিকেটকে বিদায় জানালেন সুপারস্টার

টি২০-তে জাতীয় দলের অধিনায়ক ছিলেন ৭৬ টি ম্যাচে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্যাপ্টেন আরন ফিঞ্চ এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মঙ্গলবার। ২০২১-এ প্রথমবার আমিরশাহিতে অস্ট্রেলিয়াকে টি২০ বিশ্বচ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিলেন। যদিও ঘরের মাঠে সেই খেতাব ডিফেন্ড করতে পারেননি অস্ট্রেলীয়রা।

টি২০ ওয়ার্ল্ড কাপ তো বটেই ৫০ ওভারের বিশ্বকাপেও জাতীয় দলের হয়ে ২০১৫-য় চ্যাম্পিয়ন হয়েছেন। ১২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্টও খেলেছেন তারকা।

মঙ্গলবার এমসিজিতে সাংবাদিক সম্মেলনে ফিঞ্চ বলে দেন, “২০২৪ পর্যন্ত খেলা চালাতে পারব না। এটা উপলব্ধি করেই সরে দাঁড়াচ্ছি। অবসর নেওয়ার এটাই সঠিক সময়। সেই টুর্নামেন্টের জন্য এখন থেকেই যাতে পরিকল্পনা কষে এগোতে পারে দল, সেই জন্যই সরে দাঁড়ালাম।”

গত অক্টোবরে টি২০ ক্রিকেটও ফোকাস করার জন্য ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন ফিঞ্চ। সেই সময় ওয়ানডের নেতৃত্বে তুলে দেওয়া হয় প্যাট কামিন্সকে। ফিঞ্চ এখন টি২০ থেকে অবসর নেওয়ার পর পরবর্তী ক্যাপ্টেন কে হবে, তা এখনও ঘোষণা করা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Australian skipper aaron finch announces retirement