/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/Symonds.jpeg)
অস্ট্রেলিয়া ক্রিকেটে দুঃসংবাদ মোটেই পিছু ছাড়ছে না। শ্যেন ওয়ার্নের রহস্যে ঘেরা মৃত্যুর পর এবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ঘটল অস্ট্রেলীয় তারকা এন্ড্রু সাইমন্ডসের। ৪৬ বছরের জাতীয় দলের প্রাক্তন তারকা টাউন্সভিলের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন।
জানা যাচ্ছে, স্থানীয় সময় রাত এগারোটা নাগাদ টাউন্সভিলে থেকে ৫০ কিমি দূরে এলিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে সাইমন্ডসের গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে।
গোটা দুর্ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, "প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এগারোটা বাজার কিছুক্ষণ পরে হার্ভে রেঞ্জ রোডে এলিস ব্রিজের কাছে গাড়ি চালানো হচ্ছিল। রাস্তা থেকে গাড়ি গড়িয়ে যায়।" দুর্ঘটনায় প্রাপ্ত চোটে মৃত্যু হয় দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের।
আরও পড়ুন: অর্থেই যত অনর্থ! কোটি কোটি টাকার IPL চুক্তিতেই বন্ধু-বিচ্ছেদ ক্লার্ক-সাইমন্ডসের
সাইমন্ডসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বে শোকের ছায়া নেমে আসে। ক্রিকেট মহল শোকে মুহ্যমান হয়ে পড়ে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ জেসন গিলেসপি লিখেছেন, "খুব খারাপ খবরে ঘুম ভাঙল। পুরো বিধ্বস্ত হয়ে পড়েছি। বন্ধু তোমাকে আমরা মিস করব।" সাইমন্ডসের ঘনিষ্ঠ বন্ধু গিলক্রিস্ট জানিয়েছেন, "এটা সত্যি ব্যথা দিচ্ছে।"
— Adam Gilchrist (@gilly381) May 14, 2022
Horrendous news to wake up to.
Utterly devastated. We are all gonna miss you mate.☹️ #RIPRoy— Jason Gillespie 🌱 (@dizzy259) May 14, 2022
অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতে ১৯৮ ওয়ানডে খেলে ৫০০০-এর ওপর রান করেছেন সাইমন্ডস। এছাড়া নামের পাশে ১৩৩ উইকেটও রয়েছে। ২০০৩ এবং ২০০৭-এ পরপর দু-বার ওয়ার্ল্ড কাপ জয়ী অজি দলের অন্যতম সেরা তারকা ছিলেন। বিধ্বংসী এই অলরাউন্ডার ২৬ টেস্টও খেলেছেন। ১৪৬২ রান করার পাশাপাশি ২৪ উইকেটও দখল করেছেন।
অফব্রেক এবং মিডিয়াম পেস দুই ধরণের বোলিংই করতেন তিনি। ২০০৯-এর ৩মে শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলতে দেখা গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। শেষ টি২০-ও খেলেছেন পাকিস্তানের বিপক্ষে।