বিশ্বকাপ জয় উদ্বাহু সেলিব্রেশন করতে গিয়ে সরাসরি ট্রফিতেই পা তুলে দিয়েছিলেন। তারপর ভারতীয় ভক্তদের সমালোচনার ঝড়ের মুখে পড়েছিলেন অজি অলরাউন্ডার। সেই ইস্যুতে এবার সরাসরি মুখ খুলে তিনি বলে দিলেন, অসম্মান করার কোনও অভিপ্রায় ছিল না তাঁর।
বিশ্বকাপ জয়ের ঠিক একদিন পরে মিচেল মার্শের একটি ছবি ভাইরাল হয়ে যায়। যেখানে মার্শকে দেখা যায় ট্রফির ওপর পা তুলে রিল্যাক্স মুডে রয়েছেন। সেই ছবিতেই ক্ষেপিয়ে দিয়েছিল ভারতীয় সমর্থকদের। সমর্থকদের সঙ্গে সুর মিলিয়েও মহম্মদ শামি সরাসরি ক্ষোভ উগরে দিয়েছিলেন। বলে দেন, মার্শের কাণ্ডে তিনি রীতিমত আহত হয়েছেন। "এই ট্রফির জন্য গোটা বিশ্ব লড়াই করছে। এই সেই ট্রফি যা সমস্ত ক্রিকেটারই মাথায় তুলে রাখতে চায়। সেই ট্রফিতে পা তোলার ছবি দেখে মোটেই ভালো লাগেনি। আমি আহত।" এমনকি এই ক্ষোভ এতটাই গনগনে পর্যায়ে পৌঁছয় যে এক সমর্থক প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লিখে ভারতে মার্শের খেলার ওপর নিষেধাজ্ঞা জারির পরামর্শও দেন।
এই বিতর্কিত ঘটনার পর অবশেষে মুখ খুললেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার সেন রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন, "সত্যি কথা বলতে আমি কোনওভাবেই ট্রফিকে অসম্মান করতে চাইনি। অন্তত ছবিতে তো নয়-ই। বেশি কিছু ভাবিওনি এই বিষয়ে। অনেকেই আমাকে বলেছে বিষয়টা নাকি বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। তবে আমি সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু দেখিনি। এমনটা কিছুই হয়নি আদতে।"
বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র তিনদিন পরেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে নেমে পড়তে হয়েছে অজি দলকে। মার্শ অস্ট্রেলিয়ায় উড়ে গেলেও বিশ্বকাপজয়ী একাধিক তারকা রয়ে গিয়েছেন ভারতে। মার্শ জানাচ্ছেন, এই সিরিজের জন্যই বিশ্বকাপ জয়ের ঠিকমত সেলিব্রেশন করতে পারেননি তিনি।
"অনেকেই যাঁদের ভারতে রয়ে যেতে হল, তাঁরা বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। তবে এটা সীমার মধ্যেই রয়েছে। আমাদের কিছু বিষয় শ্রদ্ধা করতেই হবে। আমরা অস্ট্রেলিয়ার হয়ে খেলছি। তা-ও আবার ভারতের মত প্রতিপক্ষের বিপক্ষে। এটা বড় ব্যাপার।"
"তবে বিষয়টির মানবিক ব্যাপার-ও রয়েছে। ছেলেরা সবেমাত্র ওয়ার্ল্ড কাপ জিতে উঠেছে। দুর্ধর্ষ একটা সেলিব্রেশন এবং তারপর পরিবারের সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ তো ওঁদের প্রাপ্য। এটা চিত্তাকর্ষক একটা ব্যাপার। আশা করব, ভবিষতে বড় কোনও ইভেন্টের পর যেন এরকম কোনও সিরিজ আয়োজন না করা হয়।" বলে দিয়েছেন মার্শ।
ভারতের বিপক্ষে প্ৰথম তিনটে টি২০ ম্যাচেই ওয়ার্ল্ড কাপ জয়ী স্কোয়াডের স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, আডাম জাম্পা, মার্কাস স্টোয়িনিস, জস ইংলিশ, শন আবটদের রাখা হয়েছিল। শেষ দুই ম্যাচে অবশ্য তাঁরা থাকছেন না। মার্শ জানিয়েছেন, ভারতে রয়ে যাওয়া ছয় তারকার জন্য বিশ্বকাপ হয় সেলিব্রেট করেছেন তিনি। তাঁদের কথা ভেবেই উদ্দাম উদযাপন করেছেন বিশ্বকাপ জয়।