scorecardresearch

কাতার বিশ্বকাপে খেলা দুর্ধর্ষ স্ট্রাইকার হয়ত মোহনবাগানে! বিরাট চমকের অপেক্ষায় সবুজ মেরুন

ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে প্ৰথম ম্যাচেই নেমেছিলেন দুরন্ত এই স্ট্রাইকার

কাতার বিশ্বকাপে খেলা দুর্ধর্ষ স্ট্রাইকার হয়ত মোহনবাগানে! বিরাট চমকের অপেক্ষায় সবুজ মেরুন

সুপার কাপে প্ৰথম ম্যাচেই দুর্ধর্ষভাবে অভিযান শুরু করেছেন এটিকে মোহনবাগান। মরশুম শেষ হওয়ার আগেই এবার আগামী মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিল বাগান শিবির। IFTWC-এর প্রতিবেদন অনুযায়ী, সবুজ মেরুন শিবিরে নাকি নাম লেখাতে পারেন অন্য এক অস্ট্রেলিয়ান বিশ্বকাপার- জেসন কামিংস। বলা হচ্ছে, কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এক সূত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটকে জানিয়েছেন, “মোহনবাগানের সঙ্গে জেসন কামিংসের কথাবার্তা অনেকটাই অগ্রসর হয়েছে। গত কয়েক সপ্তাহে মেরিনার্স শিবিরের সঙ্গে কামিংসের এজেন্টের বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে। এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। তবে কথাবার্তা সদর্থক দিকেই এগোচ্ছে।”

গত বছর কোনও পজিটিভ স্ট্রাইকারকে ছাড়াই স্কোয়াড বানিয়েছিলেন কোচ হুয়ান ফেরান্দো। উইথড্রয়াল হিসাবে খেলা দিমিত্রি পেত্রাতোস ওই করানো হয়েছিল। মরশুম শেষে ১১ গোল করে আইএসএল-এর দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন অজি স্ট্রাইকার।

আরও পড়ুন: IPL-এই সময়েই মোহনবাগানে গাভাসকার! পয়লা বৈশাখে বিরাট আপডেট দিল সবুজ মেরুন

এবার অবশ্য পুরোনো ছক থেকে সরে আসতে চাইছেন বাগানের স্প্যানিশ কোচ। তাই এবার ভালোমানের স্কোরারকে নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেললেও কামিংস আদতে স্কটিশ। জন্ম এডিনবরায়। ফুটবল কেরিয়ারও শুরু করেন স্কটল্যান্ডে। অনুর্দ্ধ-১৯, অনুর্দ্ধ-২১ দলে খেলার পাশাপাশি স্কটল্যান্ডের জাতীয় দলের হয়েও খেলেছেন এক বছর। নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স, ডান্ডির মত বিখ্যাত স্কটিশ ক্লাবে খেলেছেন।

অজি মায়ের সূত্রে স্কটল্যান্ড-এর সঙ্গেই কামিংসের দ্বৈত নাগরিকত্ব রয়েছে অস্ট্রেলিয়ার। ২০১৯-এ কামিংস হঠাৎ করেই অস্ট্রেলিয়ার হতে খেলার মনস্থ করেন।

২০২২-এ কামিংস অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার হয়ে নির্বাচিত হন। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ান স্কোয়াডেও ছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে প্ৰথম ম্যাচেই সকারুজদের হয়ে পরিবর্ত হিসাবে ৫৬ মিনিটে মাঠে নেমেছিলেন। বর্তমানে তিনি খেলেন এ লিগের সেন্ট্রাল কোস্ট মেরিনার্স-এর হয়ে। অজি মেরিনার্স শিবির ছেড়ে তিনি এবার নাম লেখাতে চলেছেন ভারতের মেরিনার্সের হয়ে। গত সিজনে সেন্ট্রাল কোস্টের হয়ে ২৬ গোল করে লিগের অন্যতম সেরা স্কোরারও তিনি। ২৮ বছরের তারকা স্কটিশ এবং অস্ট্রেলিয়ান ফুটবল লিগে ১১৬ গোল করে ফেলেছেন।

স্কটিশ চ্যাম্পিয়নশিপ, স্কটিশ কাপ, ইএফএল লিগ ওয়ান খেতাব জয়ী তারকা আইএসএল-এ স্বদেশীয় দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে জুটি বাঁধলে বহু ডিফেন্ডারদের যে ঘুম উড়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Australian world cupper jason cummings heavily linked with isl team atk mohun bagan super giants