Advertisment

আইপিএল রোজগারের জন্যই বিরাটকে স্লেজিংয়ে ভয়, সতীর্থদের একহাত ক্লার্কের

গত ডিসেম্বরের নিলামেই দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিপুল অংকের অর্থ দিয়ে কেনা হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল-এর জন্যই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বিরাট কোহলিকে মাঠে স্লেজিং করতে ভয় পান। এমনটাই জানাচ্ছেন মাইকেল ক্লার্ক।

Advertisment

বিসিসিআই বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড। আইপিএল-এ ক্রিকেটারদের যা বেতন, তা বিশ্বের কোনো ক্রিকেট টুর্নামেন্টে দেওয়া হয়না। ক্রিকেটারদের তাই লক্ষ্যই থাকে আইপিএল-এ খেলে বিপুল রোজগার করার। তবে ক্রিকেট মহলের একাংশের ব্যাখ্যা, আইপিএল-এর কারণেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের বিপক্ষে মাঠে সরাসরি ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকেন, যাতে ভবিষ্যতে বিসিসিআই-এর তরফে কোনো সমস্যা না তৈরি হয়।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক অজি দলের বর্তমান মানসিকতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, "আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া আইপিএল, আর্থিক দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা সবাই জানে। আমার মনে হয় অস্ট্রেলিয়া হোক বা বাকি দলগুলি, ভারতের সামনে একটা পর্যায়ের পর আর আগ্রাসী হতে পারে না। কোহলি সহ অন্য ভারতীয় ক্রিকেটারদের কেউ স্লেজ করতে ভয় পায় কারণ এপ্রিলেই আবার ওদের সঙ্গে খেলতে হবে।"

ডিসেম্বরের নিলামেই দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিপুল অংকের অর্থ দিয়ে কেনা হয়েছে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। প্যাট কামিন্স (১৫.৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১০.৭৫ কোটি), নাথান কুলটার নাইল (৮ কোটি) প্রত্যেকের দরই আকাশছোঁয়া। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা তো টুর্নামেন্টের অন্যতম হায়েস্ট আর্নার।

ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ টেস্ট সিরিজের কথা জানাতে গিয়ে ক্লার্ক বলছিলেন, মাঠে অজি ক্রিকেটাররা ভারতীয়দের স্লেজ করা থেকে বিরত থেকেছিল। কারণ ওদের লক্ষ্যই ছিল নিলাম থেকে কোটি কোটি টাকা রোজগার নিশ্চিত করা।

"অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বার্তাই ছিল, আমি কোহলিকে স্লেজ করব না। আমি চাই কোহলির ব্যাঙ্গালোর আমাকে ১ মিলিয়ন মার্কিন ডলারে নিক ছয় সপ্তাহ খেলার জন্য। ঠিক এই জায়গাতেই মনে হয়েছে অস্ট্রেলিয়ানরা নরম হয়ে পড়ছে। এমনটা দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না," বলছেন ক্লার্ক।

এক সময় ছিল যখন ইন্দো-অজি বাইশ গজে মুখোমুখি হওয়া মানেই গরম গরম বাক্য বিনিময়। স্লেজিং, পাল্টা স্লেজিংয়ে উত্তপ্ত থাকত মাঠ। তবে সেই জমানা এখন অতীত। সৌজন্যে আইপিএল।

cricket Australia Virat Kohli
Advertisment