করোনার মোকাবিলায় ৬ মাসের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তারপরেই বছরের শেষ দিকে বিশ্বকাপ টি২০ ও ভারত সফর নিয়ে আশঙ্কা তৈরি হলো।
চলতি বছরের অক্টোবরে ভারতের অস্ট্রেলীয় সফর শুরু হওয়ার কথা টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে। ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলে সেই সফরের সমাপ্তি হওয়ার কথা। এই সফরের মাঝেই বিশ্বকাপ টি২০ হওয়ার কথা।
গোটা বিশ্বের মতোই করোনার থাবা এসে পড়েছে অস্ট্রেলিয়ায়। ইতিমধ্যেই ২০০০ জন সেদেশে করোনা আক্রান্ত। মৃত্যুর সংখ্যা ১৬ জন। গোটা বিশ্বে ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন মারণ রোগে। তারপরেই সীমান্ত বন্ধ করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া সরকার।
তারপরেই শঙ্কা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট সিরিজ নিয়ে। সীমান্ত বন্ধ করার অর্থ কোনো বিদেশি এই সময়সীমার মধ্যে অস্ট্রেলিয়ায় পা রাখতে পারবেন না। ৬ মাসের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফর হওয়ার কথা।
ভারতীয় বোর্ডের এক কর্তা পিটিআই কে জানিয়েছেন, "বিসিসিআই পুরো ঘটনার দিকে নজর রাখছে। পরিস্থিতি উন্নতি ঘটলে ৬ মাসের আগেই এই ট্রাভেল ব্যান তুলে নেওয়া হতে পারে।"
তিনি অবশ্য জানিয়ে রাখছেন, "যদি ৬ মাসের ব্যান বহাল থাকে তাহলে দুঃস্বপ্নের হতে চলেছে। কারণ অস্ট্রেলিয়া সফরের মাঝেই টি টোয়েন্টি বিশ্বকাপ।"
করোনা ত্রাসের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন চ্যালেঞ্জের মুখে। রীতিমতো প্ল্যান বি তৈরি করতে হবে ভারতীয় বোর্ডকে।
আইপিএল নিয়ে এখনো সরকারি ভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতীয় বোর্ড। তবে এই টুর্নামেন্টে সম্ভবত বাতিল করার পথেই হাঁটবে বিসিসিআই। আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক সূচিও বিপদগ্রস্থ। পরপর ভারতের খেলার কথা শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের বিরুদ্ধে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজও রয়েছে। এশিয়া কাপ টি২০ রয়েছে এর মাঝেই।