Advertisment

বিশ্বকাপ সেমিফাইনালের আকাশে ফের বিমানবার্তা

বিশ্বকাপে এরকম ঘটনা আগেও ঘটেছে। লিগ পর্যায়ে পাকিস্তান-আফগানিস্থান ম্যাচের সময়ে বালোচিস্তানের সমর্থনে ব্যানার নিয়ে একটি এরোপ্লেন উড়তে দেখা গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Aeroplane

ছবি- টুইটার

বৃহস্পতিবারের অস্ট্রেলিয়া ইংল্যান্ড সেমিফাইনাল চলাকালীন, অস্ট্রেলিয়া ইনিংসের সময়ে এজবাস্টনে রাজনৈতিক বার্তা সহ উড়োজাহাজ দেখা গেল মাঠের উপর। ব্যানারে লেখা ছিল, বিশ্বের উচিত এবার বালোচিস্তান নিয়ে সরব হওয়া।

Advertisment

জানা গিয়েছে, পিছনে ব্যানার নিয়ে উড়ো জাহাজটি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়ে অন্তত পাঁচবার স্টেডিয়ামের আকাশে চক্কর কাটে।

বিশ্বকাপে এরকম ঘটনা আগেও ঘটেছে। লিগ পর্যায়ে পাকিস্তান-আফগানিস্থান ম্যাচের সময়ে বালোচিস্তানের সমর্থনে ব্যানার নিয়ে একটি এরোপ্লেন উড়তে দেখা গিয়েছিল।

ভারত-শ্রীলঙ্কা গ্রুপ ম্যাচের সময়ে হেডিংলে মাঠের উপর দিয়ে কাশ্মীরের জন্য ন্যায়বিচার এবং ভারত গণহত্যা বন্ধ করো, কাশ্মীরকে মুক্ত করো -লেখা ব্যানার নিয়ে উড়ছিল।

এর পর আরও একটি বিমান ভারতে গণপিটুনি বন্ধ করার বার্তা নিয়ে আকাশে উড়তে থাকে।

আইসিসি এবং স্থানীয় সংগঠক কমিটিকে ওল্ড ট্র্যাফোর্ডের আকাশকে উড়ান মুক্ত বলে ঘোষণা করতে বাধ্য করা হয়েছিল।

Read the Full Story in English

ICC Cricket World Cup
Advertisment