Advertisment

Shakib Al Hasan-Bangladesh violence: হাসিনার সাধের সাকিবকে বাতিল করছে টাইগাররা! স্বাধীন বাংলাদেশে ধ্বংস একনম্বর অলরাউন্ডারের কেরিয়ার

Bangladesh tour to Pakistan: পালাবদলের এই রাজত্বে হাড়হিম করা সন্ত্রাস নেমে এসেছে দেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের কর্মী সমর্থকদের ওপর। দেশের বিভিন্ন প্রান্তে খুন, জখম, ডাকাতি, রাহাজানি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sheikh Hasina Shakib Al Hasan

Sheikh Hasina-Shakib Al Hasan: হাসিনা সাংসদ করেছিলেন সাকিব আল হাসানকে (টুইটার)

Shakib Al Hasan Career: হাসিনা সরকারের পতন ঘটেছে বাংলাদেশে। ক্রমবর্ধমান ছাত্র রোষে যোগ হয়েছিল বিরোধী দলের ইন্ধন। কার্যত প্রাণ বাঁচাতে শেষমেশ ভারতে চলে এসেছেন বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।

Advertisment

পালাবদলের এই রাজত্বে হাড়হিম করা সন্ত্রাস নেমে এসেছে দেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের কর্মী সমর্থকদের ওপর। দেশের বিভিন্ন প্রান্তে খুন, জখম, ডাকাতি, রাহাজানি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাসিনার পলায়নের পর এখনও পর্যন্ত কয়েক শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন সংঘর্ষে।

ভারতে আসার জন্য হাহাকার পড়ে গিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। এর মধ্যেই আতঙ্কে রয়েছেন গোটা দেশের আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। বাংলাদেশের ক্রিকেটেও পালাবদল হাজির।

আওয়ামি লিগের টিকিটে বাংলাদেশের সংসদের সদস্য হয়েছিলেন মাশরাফি মোর্তজা, সাকিব আল হাসান। সন্ত্রাসীরা হামলা করেছেন মাশরাফি মোর্তাজার বাড়িতে। কয়েকদিন আগেই তাঁর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মাশরাফির মতই আতঙ্কে রয়েছেন সাকিব আল হাসান-ও। তিনি এখন কানাডায় গ্লোবাল টি২০ লিগ খেলতে ব্যস্ত।

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার আপাতত পালাবদলের বাংলাদেশে ঘোর সঙ্কটে। চলতি মাসের ২২ অগাস্ট থেকেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেই সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটে টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াডে সাকিবকে রাখা নিয়ে সংশয় রয়েছে।

এমনিতে গ্লোবাল টি২০ লিগে খেলার জন্য সাকিবকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার শাহরিয়ার নাফিস একাধিক প্রচারমাধ্যমে বলেছেন, "১২ তারিখে সাকিবের এনওসি-র মেয়াদ শেষ হচ্ছে। ১৩ তারিখে ওঁকে এখানে রিপোর্ট করতে হবে। কানাডায় এখনও ওঁর দু-তিনটে ম্যাচ বাকি রয়েছে। আমরা ওঁর সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা জানার চেষ্টা করব।"

বাংলাদেশে সাকিবের নিরাপত্তা সংশয় হতে পারে কিনা, সেই প্রশ্নে জাতীয় দলের প্রাক্তন এই ওপেনার বলে দিয়েছেন, "সাকিব এখনও জাতীয় দলের ক্রিকেটার। গত রাতে প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী, ও আর সংসদের সদস্য নেই। আপাতত ও একজন সাধারণ ব্যক্তি এবং ক্রিকেটার। যে কোনও কারোর নিরাপত্তা সংশয় হতে পারে।"

"পাকিস্তান সফরের জন্য বিসিবির নির্বাচক প্যানেল দল ঘোষণা করলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। ওঁকে যদি না পাওয়া যায়, তাহলে অন্য কেউ খেলবে।"

শাহরিয়ার নাফিস যা-ই বলুন, বাংলাদেশের একাধিক প্রচার মাধ্যমে বলা হচ্ছে, সাকিবকে বাদ দেওয়ার ক্ষেত্রে তাঁর আওয়ামি লিগের সঙ্গে সংস্রব নয় বরং তাঁর ফিটনেসকেই হাতিয়ার করতে চলেছেন নির্বাচকরা। বিসিবির এক আধিকারিক বলে দিয়েছেন, "এই মুহূর্তে ও সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলছে। দীর্ঘ ওভারের ফরম্যাটে কীভাবে খেলতে হয়, সেটা ওঁর জানা রয়েছে। তবে ও শারীরিকভাবে কতটা প্রস্তুত, সেই বিষয়ে চিন্তা রয়েই গিয়েছে।" জানা যাচ্ছে বিসিবি নির্বাচকরা স্কোয়াড ঘোষণার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং কোচ চন্ডিকা হাতুরুসিংহের সঙ্গে একপ্রস্থ আলোচনা করে নিতে চাইছেন।

২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে প্ৰথম টেস্টের বল গড়ানোর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ১৭ সেপ্টেম্বর।

Bangladesh Bangladesh Cricket Shakib Al-Hasan Bangladesh Violence Bangladesh Cricket Team Bangladesh Quota Protest
Advertisment