ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেবল ওয়ানডে সিরিজই আক্রান্ত নয়, টি২০ সিরিজও একইভাবে বিপন্ন। আহমেদাবাদে বুধবার যখন খবর পাওয়া গেল ওয়ানডে দলের চার তারকা সহ বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। তখনই খবর এল টিম ইন্ডিয়ার বাইরে থাকা অক্ষর প্যাটেলও করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছেন। এমনিতে একদিনের সিরিজে দলে জায়গা না পাওয়ায় তিনি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সঙ্গে নেই।
ওয়ানডে সিরিজ শেষ হলে টি২০ স্কোয়াডের সঙ্গে একত্রিত হয়ে কলকাতায় ইডেনে খেলতে আসার কথা ছিল তারকা স্পিনারের। তার আগেই দুঃসংবাদ আছড়ে পড়ল।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় করোনার হানা! ক্যারিবিয়ান সিরিজ শুরুর আগেই তোলপাড় ভারতীয় শিবির
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় আসার আগে বাকি দলের সঙ্গে আহমেদাবাদেই যোগ দিতেন তিনি। তবে করোনা টেস্টে হঠাৎ পজিটিভ ধরা পড়ায় তিনি আপাতত নিভৃতবাসে চলে গেলেন।
টিম ইন্ডিয়ার আক্রান্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং রিজার্ভ হিসাবে দলের সঙ্গে থাকা নভদীপ সাইনি। সাপোর্ট স্টাফদের মধ্যে আক্রান্ত হয়েছেন থ্রো ডাউন স্পেশালিস্ট রঘু।
সিরিজ শুরুর আগেই করোনা ভারতীয় শিবিরে হানা দেওয়ায় গুজরাট ক্রিকেট এসোসিয়েশন আপাতত সিদ্ধান্ত নিয়েছে সিরিজের তিনটে ওয়ানডেই ক্লোজড ডোরে আয়োজন করার।
আরও পড়ুন: ২০ লক্ষ নয়, মেগা নিলামের আগে নিজের বেস প্রাইস অনেকটাই বাড়ালেন শাহরুখ
গুজরাট ক্রিকেট সংস্থা বুধবার রাতে টুইট করে, "ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আয়োজনে আমরা প্রস্তুত। ৬ ফেব্রুয়ারি প্ৰথম ওয়ানডে ঐতিহাসিক হতে চলেছে। কারণ এটিই জাতীয় দলের ১০০০ তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ। বিশ্বের প্ৰথম ক্রিকেট দল হিসেবে এই কীর্তি গড়তে চলেছে টিম ইন্ডিয়া। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত ম্যাচ ক্লোজড ডোরে খেলা হবে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন