/indian-express-bangla/media/media_files/2025/09/20/axar-patel-injury-1-2025-09-20-00-57-00.jpg)
মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লেন অক্ষর প্যাটেল
Axar Patel: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা ওমানের (India vs Oman) বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২১ রানে জয়লাভ করেছে। তবে খেলা চলাকালীন এমন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, যা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
Indian Cricket Team News: ভারতীয় ক্রিকেট দল নিয়ে 'বড় খবর', দুর্বল ওমানের বিরুদ্ধে টেনেটুনে জয়
এই ম্য়াচে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল ফিল্ডিং করার সময় মারাত্মক চোট পেয়েছে। সবথেকে বড় দুশ্চিন্তার কথা, চোটটা মাথায় পেয়েছেন। সঙ্গে সঙ্গে কার্যত বাধ্য হয়েই মাঠ ছাড়েন অক্ষর। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Hardik Pandya Out Controversy: চরম বিপদে পড়লেন হার্দিক, চুপচাপ দাঁড়িয়ে দেখলেন নিজের দুর্ভোগ!
ওমান ইনিংসের ১৫ ওভারে এই অপ্রীতিকর ঘটনার সাক্ষী হলেন অক্ষর প্যাটেল। হাম্মাদ মির্জাকে একটি ব্যাক অফ লেংথ ডেলিভারি করেছিলেন শিবম দুবে। মির্জা বলটাকে কাট করার চেষ্টা করেন। কিন্তু, ব্যাটে-বলে সঠিক সংযোগ হয়নি।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/09/20/axar-patel-injury-2025-09-20-00-37-33.jpg)
ক্যাচ ধরতে গিয়ে বিপত্তি
মিড-অফে দাঁড়িয়ে ছিলেন অক্ষর। ক্যাচটা ধরার জন্য তিনি নিজের শরীরটা কার্যত হাওয়ায় ছুঁড়ে দেন। যদিও শেষপর্যন্ত তিনি বলটা ধরতে পারেননি। কিন্তু, মাটিতে তাঁর মাথা দু'বার ধাক্কা খায়। এরপর তিনি শারীরিক অস্বস্তি অনুভব করেন। শেষপর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন।
Suryakumar Yadav: এ কী সাংঘাতিক কাণ্ড! রোহিতের রোগ লাগল সূর্যের, ভাইরাল ভিডিও
এই ম্য়াচে ব্যাট হাতে অক্ষর প্যাটেল যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। মাত্র ১৩ বলে ২৬ রান করেছেন তিনি। ভারতীয় ক্রিকেট দল যে প্রাথমিক ধাক্কা খেয়েছিল, সেটা কিছুটা হলেও সামাল দেন তিনি।
Asia Cup 2025 Super 4 Fixture: শুরু হচ্ছে সুপার ৪-এর মহাযুদ্ধ, কবে-কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত?
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন অক্ষর?
আপাতত অক্ষর কেমন আছেন, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে, আগামীকাল (২০ সেপ্টেম্বর) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে জানানো হবে। শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্ব। আগামী রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই ম্য়াচে অক্ষর খেলতে পারবেন কি না, সেটাই আপাতত চিন্তার বিষয়। আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us