/indian-express-bangla/media/media_files/2025/09/20/axar-patel-2025-09-20-17-41-22.jpg)
পাকিস্তানের বিরুদ্ধে অক্ষরের খেলা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা
Axar Patel: ২০২৫ এশিয়া (Asia Cup 2025) কাপে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছিল ভারত এবং ওমান। এই ম্য়াচে ফিল্ডিং করার সময় একটা ক্যাচ ধরতে যান অক্ষর প্যাটেল। আর সেইসময় তাঁর মাথাটা মাটির সঙ্গে জোর ধাক্কা খায়। চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে শেষপর্যন্ত মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। এবার আগামী ২১ তারিখ পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্য়াচের আগে অক্ষরের হেলথ আপডেট নিয়ে সকলেই বেশ চিন্তিত। তবে ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ এই ব্যাপারে একটি বড়সড় আপডেট দিলেন। এই ব্যাপারে তিনি খোলসা করে কিছু না জানালেও, কথা শুনে অন্তত আশা করা হচ্ছে যে অক্ষর আপাতত সুস্থই রয়েছেন।
কীভাবে চোট পেলেন অক্ষর প্যাটেল?
এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ওমানকে ১৮৯ রানের টার্গেট দিয়েছিল। জবাবে ওমান শুরুটা বেশ ভাল করেছিল। ম্য়াচ চলাকালীন বল করতে আসেন শিবম দুবে। উল্টোদিক থেকে শট হাঁকান হাম্মাদ মির্জা। বলটা তাঁর ব্যাটের কানায় লাগে। ইতিমধ্যে মিড অফ থেকে দৌড়ে এসে ক্যাচটা ধরার চেষ্টা করেন। তিনি বলের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেও, শেষপর্যন্ত ক্যাচটা আর ধরতে পারেননি। বলটা তাঁর হাত ফসকে বেরিয়ে যায়। সেইসঙ্গে মাটিতে তাঁর মাথাটা জোরে ঠুকে যায়। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া এই ম্য়াচে ২১ রানে জয়লাভ করেছে।
অক্ষর প্যাটেলকে নিয়ে আপডেট দিলেন কোচ
ম্য়াচের পর সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি অক্ষর প্যাটেলের চোট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন। অক্ষরের চোট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, 'অক্ষরের সঙ্গে আমার এখনই দেখা হল। দেখে তো মনে হল, ও আপাতত ঠিকই আছে। আপাতত এটুকুই বলতে পারি।'
পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন অক্ষর প্যাটেল?
অক্ষর প্যাটেলের চোট নিয়ে টি দিলীপ ইতিবাচক আপডেট দিলেন বটে, কিন্তু খুব বেশি কথা তিনি বলতে চাইলেন না। হয়ত তিনি নিজেও এই ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কোনও আপডেট পাননি। আর ১ দিন পরই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে অক্ষর যদি ফিট থাকেন, তাহলে সেটা অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের জন্য় ভাল খবর। ওমানের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি যথেষ্ট নর কেড়েছিলেন। ইতিপূর্বে, গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।