Advertisment

কোহলির থেকেও ভালো বাবর, বলছেন বিশ্বকাপজয়ী কোচ

সম্প্রতি আইসিসি ক্রমতালিকায় সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে উঠে এসেছেন বাবর আজম। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ২৬টি টেস্ট, ৭৪টি ওয়ানডে এবং ৩৮টি টি টোয়েন্টি খেলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাবর আজম বিরাট কোহলির থেকেও নাকি ভালো। এমনটাই জানাচ্ছেন বিখ্যাত অস্ট্রেলীয় কোচ টম মুডি। কোহলির শ্রেষ্ঠত্ব নিয়ে কার্যত কোনো সংশয়ই নেই ক্রিকেট বিশ্বের। তবে, মুডি জানাচ্ছেন, বাবর আজম যেভাবে এগোচ্ছে তাতে কয়েক বছরের মধ্যেই সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চলে আসবে।

Advertisment

পাকিস্তানের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মুডি বলেছেন, "শেষ কয়েক বছরে নিজেকে স্পেশাল হিসাবে প্রতিষ্ঠিত করেছে বাবর। আমরা প্রায়ই বলে থাকি, কোহলি ব্যাটসম্যান হিসেবে কতটা উচ্চমানের। তবে বাবর আজমকেও সবাই দেখুক। ও-ও কিন্তু স্পেশাল।"

এর পরেই অজি কোচ জানিয়েছেন, "আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাবর সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় নিজের নাম লিখে ফেলবে।"

তবে মুডি জানিয়ে রাখছেন, পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে রয়েছেন আজম। সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচের ব্যাখ্যা, "যদিও ও ২৬টা ম্যাচ খেলেছে, তবুও কখনই ওঁকে ব্যাটিং লাইন আপের জন্য বিবেচনা করা হয়নি। ওকে ডাউন দা অর্ডারেই বেশি বিবেচনা করা হত।"

সেই সঙ্গে অস্ট্রেলীয় কোচের সংযোজন, "এই মুহূর্তে শুধু পরিসংখ্যান বিবেচনা করে ওকে মাপা ঠিক হবে না। বিদেশে ব্যাটিং গড় ৩৭, সেখানে ঘরের মাঠে গড় ৬৭। তবে আমাদের দেখতে হবে ও ঘরের বাইরে খুব কমই খেলেছে। এবং বেশিরভাগ আওয়ে ম্যাচই কেরিয়ারের শুরুর দিকে।"

সম্প্রতি আইসিসি ক্রমতালিকায় সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে উঠে এসেছেন বাবর আজম। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ২৬টি টেস্ট, ৭৪টি ওয়ানডে এবং ৩৮টি টি টোয়েন্টি খেলেছেন বাবর আজম। তিন ফরম্যাটে তাঁর রান যথাক্রমে ১৮৫০, ৩৩৫৯ এবং ১৪৭১।

Virat Kohli ICC
Advertisment