/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Babar-Azam-PSL.jpg)
Babar Azam-PSL: প্রাক্তন পাক অধিনায়ক এই ম্যাচ চলাকালীন টেকনিক্যাল টিমের সদস্যদের সঙ্গে বসেছিলেন। (ছবি-টুইটার)
Pakistan Supre League2024: নিজের দেশেই সমর্থকদের একাংশের ট্রোলের মুখে পড়লেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম (Babar Azam)। পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলাকালীন প্রাক্তন পাক অধিনায়ককে লক্ষ্য করে আচমকা স্লোগান দিতে শুরু করেন মূলতানের কিছু সমর্থক। তার জেরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি ভাইরাল হয়েছে।
প্রাক্তন পাক অধিনায়ক এই ম্যাচ চলাকালীন টেকনিক্যাল টিমের সদস্যদের সঙ্গে বসেছিলেন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গ্যালারি থেকে তাঁকে কটাক্ষ করে 'জিম বাবর' স্লোগান দিতে শুরু করেন সমর্থকরা। এসব শুনে বাবরকে বেশ ক্ষুব্ধ দেখায়। তিনি জলের বোতল যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁদের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন। বাবর এরপর নিজেকে সামলে নিলেও কটূক্তকারী দর্শকরা স্লোগান চালিয়ে যাওয়ার চেষ্টা চালান।
This is really unacceptable, Never expected this from Multan fans.. 🤦♂️ pic.twitter.com/MgZWQlO8oR
— Nibraz Ramzan (@nibraz88cricket) February 24, 2024
কিন্তু, এতকিছু থাকতে হঠাৎ 'জিম বাবর' বলে কেন বাবর আজমকে খেপানোর চেষ্টা চলছিল, এই প্রশ্নও তুলেছেন অনেকে। যার পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। পেশওয়ার জালমি বনাম মুলতান সুলতানের ম্যাচে যা নতুন করে সামনে চলে এল। বাবর আজমের এই ইতিহাসটা তিনি পাকিস্তান জাতীয় দলে খেলা চলাকালীন গড়ে উঠেছে।
আরও পড়ুন- KKR-এর কালো স্মৃতি অতীত! সৌরভকে আবার বুকে টানলেন শাহরুখ, সেরার সেরা দৃশ্য ২২ গজে, দেখুন ভিডিও
মজাদার সেই ইতিহাস অনুযায়ী, বাবর আজম নাকি তাঁর খারাপ ফর্ম থেকে মুক্তি পেতে বারবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচকেই বেছে নিয়েছেন। সব ধরনের ফরম্যাটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮টি ম্যাচে বাবর আজম করেছেন ৬৯৩ রান। গড়ে রান ৫৭.৭৫। একই সময়ে অন্যদেশের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। এমনকী, এশিয়া কাপ এবং গত বছর হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও তাঁর অধিনায়কত্বে পাকিস্তান চূড়ান্ত ব্যর্থ হয়েছে। যার কারণে, বাবর আজমকে সব ফরম্যাটেই অধিনায়ক পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তবে, ঘরের মাঠে সম্প্রতি হয়ে যাওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ভালো খেলেছেন।