Advertisment

পশুপ্রেমের বার্তা! বেঙ্গল সাফারি পার্কের গন্ডার দত্তক নিলেন বাইচুং

শিলিগুড়িতে গিয়ে গন্ডার দত্তক নিলেন বাইচুং ভুটিয়া। তাঁর হাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে শংসাপত্র তুলে দেওয়া হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পশু দত্তক নিয়ে পশু সংরক্ষণের বার্তা দিলেন প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। শুক্রবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একটি গন্ডার দত্তক নেন এই ফুটবল তারকা। সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, এক লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্যে গন্ডারটি দত্তক নিয়েছেন বাইচুং ভুটিয়া।

Advertisment

দত্তক নেওয়া গন্ডারটির নাম ভীম। এদিন সপরিবারে সাফারি পার্কে আসেন বাইচুং। সেখানেই পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে দত্তক নেওয়ার একটি শংসাপত্র তাঁদের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগেও চিকিৎসক, কেন্দ্রীয় মন্ত্রী, সাংবাদিক সাফারি পার্কের পশু, পাখি দত্তক নিয়েছেন।

সব মিলিয়ে সাফারি পার্কের মোট ৮৬টি প্রাণী এই মুহুর্তে দত্তক দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া সাংমু শেরপা বলেছেন, "আমরা চাই আরও মানুষ এই দত্তক নেওয়ার বিষয়ে আগ্রহী হোক। এ নিয়ে মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি।"

Baichung Bhutia Sports News
Advertisment