Advertisment

Baichung Bhutia: বলির পাঁঠা হয়েছেন শাজি, গদি ছাড়ুন কল্যাণ! বাইচুংয়ের বোমায় টলমল ভারতীয় ফুটবল

Baichung Bhutia: বাইচুঙের অভিযোগ, যত নষ্টের গোডা় এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। আর, কোষাধ্যক্ষ কিপা অজয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Baichung Bhutia, Kalyan Chaubey, AIFF

বাইচুং ফের একহাত নিলেন কল্যাণ চৌবেকে (আইএসএল এবং এক্সপ্রেস ফটো)

Baichung Bhutia on AIFF: এআইএফএফ প্রেসিডেন্ট পদে কল্যাণ চৌবের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল। আর, সেই প্রশ্ন যে সে নয়। তুললেন খোদ আধুনিক ভারতীয় ফুটবলের অন্যতম আইকন বাইচুং ভুটিয়া। এআইএফএফ প্রেসিডেন্ট পদ থেকে কল্যাণের পদত্যাগও দাবি করেছেন কলকাতা ময়দানের 'পাহাড়ি বিছে'।

Advertisment

এমনিতে ভাইচুং দীর্ঘদিন ধরেই এআইএফআই সভাপতি হওয়ার চেষ্টা চালাচ্ছেন। গত নির্বাচনে তিনি এআইএফএফ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। কিন্তু, বিজেপির দাক্ষিণ্যে গেরুয়া শিবিরের নেতা কল্যাণের কাছে হেরে যান। তবে, তাতে দমতে নারাজ বাইচুং ফের চেষ্টার তালে ছিলেন।

কিন্তু, এবার কল্যাণের পদত্যাগ সম্পূর্ণ ভিন্ন কারণে চাইছেন ভারতীয় ফুটবলের অন্যতম সফল স্ট্রাইকার। কারণটা পুরোপুরি প্রশাসনিক। যার সূত্রপাত হয়েছে শাজি প্রভাকরণকে বরখাস্ত ইস্যুতে। গত ৭ নভেম্বর শাজিকে এআইএফএফ সচিবের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, শাজি নাকি 'বিশ্বাসভঙ্গ' করেছেন!

বিষয়টা আর ফুটবল দুনিয়ার মধ্যেও সীমাবদ্ধ নেই। শাজি তাঁর বরখাস্তের নির্দেশের বিরুদ্ধে সোজা চলে গেছেন কোর্টে। দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ গত ৮ ডিসেম্বর শাজির বরখাস্ত হওয়ার নির্দেশে অন্তর্বতী স্থগিতাদেশও দিয়েছিল। আর, ১৯ জানুয়ারির নির্দেশে বলেছে, এই বরখাস্ত অবৈধ। কারণ, বরখাস্ত করেছে এআইএফএফের জরুরি কমিটি। কিন্তু, ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধানেই আছে যে সচিবকে বরখাস্ত করতে পারে একমাত্র কার্যনির্বাহী কমিটি।

শুধু এতেই শেষ হয়নি। শাজি পালটা ফেডারেশনের সভাপতিকে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছেন, কীসের 'বিশ্বাসভঙ্গ'র কথা বলা হচ্ছে? তাঁর সঙ্গে এআইএফএফ প্রেসিডেন্টের গোলমাল হয়েছে। কিন্তু, তিনি কোনও বিশ্বাসভঙ্গ তো করেননি। না-কোনও আর্থিক নয়ছয় করেছেন। না কোনও জালিয়াতি করেছেন। তাহলে, এই 'বিশ্বাসভঙ্গ'র প্রশ্নটা আসছে কোথা থেকে?

আর, এতেই সুযোগ বুঝে বাইচুং তোপ দেগেছেন কল্যাণ চৌবের বিরুদ্ধে। ভারতীয় কিংবদন্তি ফুটবলারের অভিযোগ, যত নষ্টের গোডা় এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। আর, কোষাধ্যক্ষ কিপা অজয়। দু'জনেরই অবিলম্বে পদত্যাগ করা উচিত। বাইচুঙের কথায়, 'আমি নিজে এআইএফএফের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। আমিও জানি না শাজি ঠিক কি বিশ্বাসভঙ্গ করেছেন! আমাকে এ বিষয়ে কিছু জানানোও হয়নি। এতদিন তো দেখেছি, প্রভাকরণ, অজয় আর কল্যাণ চৌবে মিলে প্রশাসন চালাচ্ছিলেন। ব্যর্থতার জন্য প্রভাকরণকে সরানো হলে কল্যাণ চৌবে ও কিপা অজয়কেও পদত্যাগ করতে হবে। তাঁদেরও পদত্যাগ করা উচিত।'

বাইচুং জানিয়েছেন, তিনিও গোটা বিষয়টিতে স্পষ্টতা চান। ঠিক কী হচ্ছে, সেটা দেশবাসীকে জানাতে এআইএফএফের বৈঠকের লাইভ স্ট্রিমিংয়েরও ব্যবস্থা চাইছেন তিনি। বাইচুঙের কথায়, 'আজকাল তো হাইকোর্ট এমনকী সুপ্রিম কোর্টের মামলার শুনানিরও লাইভ স্ট্রিমিং হচ্ছে, এআইএফএফের এজিএম বা কার্যনির্বাহী কমিটির মিটিংগুলোর লাইভ স্ট্রিমিং করতে তাহলে অসুবিধাটা কোথায়? আমি AIFF মিটিংগুলির লাইভ স্ট্রিমিংয়ের প্রস্তাব দিয়েছি।

আরও পড়ুন- ব্যাটে দ্বিতীয় সেঞ্চুরি মুশিরের, বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ঝলসে দিল টিম ইন্ডিয়া

বাইচুঙের অভিযোগ, কল্যাণ চৌবেরা জগাখিচুড়ি মার্কা কায়দায় ভারতীয় ফুটবলের মূল কাঠামোটাকে চালাচ্ছেন। এতে ভারতীয় ফুটবলের চরম সর্বনাশ ঘটছে। এআইএফএফের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে বাইচুং তুলে এনেছেন দোহায় এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলের চরম ব্যর্থতার প্রসঙ্গ। কলকাতা ময়দানের 'পাহাড়ি বিছে' বলেন, 'হ্যাংজু এশিয়ান গেমসে ভারতীয় দল পৌঁছনোর মাত্র কয়েক ঘণ্টা পর প্রথম ম্যাচ খেলেছে। আর, দোহা এশিয়ান কাপে তো ভারতীয় দলকে প্রশিক্ষণের সময় পর্যন্ত দেওয়া হয়নি।' এসবের জেরে আশঙ্কা প্রকাশ করে বাইচুং জানান, এমনটা চললে ভারতীয় ফুটবল এখনও যেটুকু আছে, সেই জায়গাটাও অচিরেই হারিয়ে ফেলবে।

AIFF Baichung Bhutia Indian Football Kalyan Choubey
Advertisment