দেশের স্টার কুস্তিগীর বজরং পুনিয়া শনিবার কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে এলেন। ৬৫ কেজি বিভাগে হলেন বিশ্বের এক নম্বর। ২৪ বছরের পুনিয়া চলতি বছর দুরন্ত ফর্মে রয়েছেন। পাঁচটি পদক জিতেছেন তিনি। এর মধ্যে কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা রয়েছে। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন তিনি। এই মুহূর্তে ইউডব্লিউডব্লিউ-র (ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং) প্রকাশিত র্যাঙ্কিং টেবিলে ৯৬ পয়েন্ট নিয়ে মগডালে বজরং।
র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসতে পের উচ্ছ্বসিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে জোড়া পদক জয়ী একমাত্র ভারতীয় কুস্তিগীর। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বজরং বললেন, “প্রতিটি অ্যাথলিটই স্বপ্ন দেখে কেরিয়ারে এক নম্বর জায়গা পৌঁছানোর। কিন্তু আমি যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে এক নম্বর হতে পারতাম তাহলে ভাল হতো। আমি এক নম্বর র্যাঙ্ক ধরে রাখার জন্য় কঠাের পরিশ্রম করব। এর সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পাওয়ার চেষ্টাও করব আমি।” বজরংয়ের নিকট প্রতিদ্বন্দ্বী আলেজান্দ্রো এনরিকে ভালদেস তোবিয়ের রয়েছেন দু’নম্বরে। ৬৬ পয়েন্ট তাঁর। বুদাপেস্টে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে এই আলেজান্দ্রোকে হারিয়েই ফাইনালে ওঠেন। রাশিয়ার আহমেদ চাকেভ রয়েছেন তিন নম্বরে। ৬২ পয়েন্ট তাঁর ঝুলিতে। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন টাকুটো ওটোগুরো ৫৬ নম্বর নিয়ে রয়েছেন চার নম্বরে। পাঁচে তুরস্কর সেলাহাটিন কিলিসসালায়ান। ৫০ পয়েন্ট পেয়েছেন তিনি।
আরও পড়ুন: অমৃতসরের দুর্ঘটনায় নিহতদের উদ্দেশে পদক উৎসর্গ করলেন বজরং
ঘটনাচক্রে বজরং একমাত্র ভারতীয় যিনি প্রথম দশে রয়েছেন। অন্যদিকে দেশের পাঁচ মহিলা কুস্তিগীরই রয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম দশে। পুজা ধন্দা, যিনি চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পান। ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর মহিলাদের ৫৭ কেজিতে ৫২ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছেন। রীতু ফোগাট মহিলাদের ৫০ কেজিতে ৩৩ পয়েন্টের সুবাদে প্রথম দশে আছেন। সাতে আছেন সরিতা মোর। ২৯ পয়েন্ট রয়েছে তাঁর ৫৯ কেজিতে। নভজোত কউর ৬৮ কেজি বিভাগে আছেন ন’নম্বরে। ৩২ পয়েন্ট তাঁর। কিরন ৭৬ কেজি বিভাগে ন’নম্বরে। তাঁর পয়েন্ট ৩৭।