Advertisment

BAN vs AFG, 3rd ODI Match Report: আবারও ল্যাজেগোবরে টাইগাররা, আফগানিস্তানের সঙ্গে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ

Afghanistan vs Bangladesh, 3rd ODI Match Report: সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শোচনীয়ভাবে পরাস্ত হওয়ার পর প্রবলভাবে ফিরে এসেছিল দ্বিতীয় ম্যাচে। তবে তৃতীয় ম্যাচে হেরে বসল টাইগাররা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Afghanistan vs Bangladesh

AFG vs BAN: বাংলাদেশকে হারাল আফগানিস্তান (টুইটার)

Afghanistan vs Bangladesh, 3rd ODI Match Report: একটা জয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টাইগার শিবির ১-২'এ পরাস্ত হয়ে ফিরছে দেশে। সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তান ৫ উইকেটে হারিয়ে সিরিজ দখল করল।

Advertisment

২৪৫ টার্গেট চেজ করতে নেমে আফগানিস্তান ম্যাচ জিতল তারকা কিপার ব্যাটার রহমনুল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে। তিনি একাই শতরান করে দলকে টানলেন। অন্যপ্রান্তে আফগানিস্তান উইকেট খুঁইয়ে চাপে পড়ে গিয়েছিল। ৮১/৩ ছিল আফগানরা একসময়। তবে চতুর্থ উইকেটে আজমাতুল্লা ওমরজাইয়ের সঙ্গে গুরবাজের একশো রানের পার্টনারশিপই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেষমেশ।

গুরবাজ ১২০ বলে ১০১ করে যান। তিনি ম্যাচের মোক্ষম সময়ে আউট হয়ে যাওয়ার পর দলের হয়ে ফিনিশিং টাচ দেন আজমাতুল্লা ওমরজাই। ৭০ রানে তিনি অপরাজিত থেকে লোয়ার অর্ডারের সঙ্গে বাকি কাজ সম্পন্ন করে ফেরেন। শেষদিকে মহম্মদ নবিও ২৭ বলে ৩৪ করে দলকে ১০ বল বাকি থাকতে জয়ে পৌঁছতে সাহায্য করেন।

একদিনের ক্রিকেটে অষ্টম শতরান করে গুরবাজ পিছনে ফেলে দিলেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির মত মহানক্ষত্রদের। সর্বকনিষ্ট হিসাবে আন্তর্জাতিক ওয়ানডেতে আটটি সেঞ্চুরির মালিক হওয়ার তালিকায় শীর্ষে কুইন্টন ডিকক। তাঁর রেকর্ড অক্ষত থাকলেও ভেঙে গেল শচীন-কোহলির কীর্তি। দুজনকে পিছনে ঠেলে দুই নম্বর জায়গা দখল করলেন গুরবাজ।

২৩-এ পা রাখার আগেই সবথেকে বেশি ওয়ানডে শতরান করার নিরিখে ডিকক-শচীনের সঙ্গে একই আসনে বসে পড়লেন গুরবাজ। ৭ সেঞ্চুরিতে পিছনে চলে গেলেন কোহলি।

তার আগে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ৫৩ রান স্কোরবোর্ডে যোগ করে ফেলে ওপেনার সৌম্য সরকার, তানজিদ হাসানের সৌজন্যে। তবে আফগানরা দ্রুত ম্যাচে ফেরে। হঠাৎ করেই বাংলাদেশ ৭২/৪ হয়ে যায়। তবে মেহেদি হাসান মিরাজ (৬৬) এবং মাহমুদুল্লাহ রিয়াদ (৯৮) ১৪৫ রানের জুটি বেঁধে দলকে ২৪৪/৮-এ পৌঁছে দেন।

আজমাতুল্লা ওমরজাই ৪ উইকেট দখল করেন। এই নিয়ে টানা তিনটে ওয়ানডে সিরিজ জিতল আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডকে আগের দুই সিরিজে হারিয়েছিলেন রশিদ খানরা।

Bangladesh Cricket Team Bangladesh Cricket Afghanistan Cricket Team Afghanistan
Advertisment