Bangladesh vs South Africa 1st Test Live Streaming: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ১ম টেস্ট-এর লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কীভাবে দেখা যাবে, তা নিয়ে বিভিন্ন মহলের কৌতুহল নেহাত কম নয়। ২১ অক্টোবর (সোমবার), মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ হবে ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। প্রোটিয়ারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার জন্য এই সিরিজে জিততে মরিয়া। তেমনভাবে বাংলাদেশও প্রবলভাবে এই সিরিজ জিততে চাইছে, একই কারণে।
বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাক দলকে দুই ম্যাচের সিরিজের দুটোতেই হারিয়েছে। তাদের আশা, তারা দক্ষিণ আফ্রিকাকেও সহজেই হারাতে পারবে। মধ্যে ভারতে এসে বাংলাদেশ দুই টেস্ট-এর দুটোতেই গো-হারা হেরেছে। এই পরিস্থিতিতে তারা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাতে আরও বেশি করে মরিয়া।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট-এর লাইভ স্ট্রিমিং ও টেলিকাস্ট কবে শুরু, কতদিন চলবে?
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট ২১ অক্টোবর শুরু হবে। ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট কোথায় হচ্ছে?
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে হচ্ছে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট কখন শুরু হয়েছে?
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট শুরু হয়েছে সকাল ৯টা ৩০-এ।
ভারত থেকে কোন চ্যানেলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দেখা যাবে?
ভারত থেকে কোনও টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট দেখা যাচ্ছে না।
ভারত থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট-এর লাইভ স্ট্রিমিং অনলাইনে কোথায় দেখা যাচ্ছে?
ভারত থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট-এর লাইভ স্ট্রিমিং ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ফ্যানকোডে এই ম্যাচ দেখতে হলে ভারতীয় মুদ্রায় খসাতে হবে মাত্র ২৫ টাকা। যা ভারতের চারটে সিঙাড়ার দামের সমান।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট-এ দুই দলের একাদশ
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন, উয়ান মুলদার, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেন পিডট।