Advertisment

BAN vs SA, 1st Test highlights: মিরপুরের ধানক্ষেতে বাংলাদেশ খতম মাত্র তিনদিনে! ছুটির মেজাজে টাইগারদের হারাল প্রোটিয়াজরা

Bangladesh vs South Africa, 1st Test Highlights: দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে প্ৰথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে প্রোটিয়াজরা ৩০৮ করে প্ৰথম ইনিংসে।

author-image
IE Bangla Sports Desk
New Update
South Africa vs Bangladesh

SA vs BAN 1st Test: প্ৰথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হারাল বাংলাদেশকে (প্রোটিয়াজ মেন টুইটার)

Bangladesh vs South Africa, 1st Test Match Report: মিরপুরে ধানক্ষেতের পিচ বানিয়েও কার্যসিদ্ধি হল না। দক্ষিণ আফ্রিকার কাছে প্ৰথম টেস্ট বাংলাদেশ হারল মাত্র তিনদিনে। ভারতে দুই ফরম্যাটের সিরিজে দুরমুশ হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ।

Advertisment

ভারত দুটো টেস্ট জিতেছিল মোট ছয়দিনে। এবার ঘরের মাঠেও পুরো পাঁচদিন খেলা টানতে ব্যর্থ টাইগার শিবির। দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুরে চতুর্থ দিনের ফার্স্ট সেশনেই খেলা শেষ। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার কাছে টার্গেট ছিল মাত্র ১০৬। মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়াজরা।

দ্বিতীয় ইনিংসে ২০২ রানে পিছিয়ে থাকা অবস্থায় ইনিংস হারের আশঙ্কা জাগিয়ে তুলেছিল টাইগার শিবির। ১১২/৬ হয়ে যাওয়ার পর মেহেদি হাসান মিরাজ এবং জাকের আলির ১৩৮ রানের পার্টনারশিপ কোনওরকমে ইনিংস হারের লজ্জা বাঁচিয়েছিল টাইগারদের। জাকের আলি অনিক হাফসেঞ্চুরি করে আউট হন।

তৃতীয় দিন শেষবেলায় মেহেদি মিরাজ এবং নাঈম হাসান অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। চতুর্থ দিন ফার্স্ট সেশনেই ২৪ রান যোগ করার ফাঁকে বাকি ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ৩০৭-এ। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন মেহেদি হাসান মিরাজ। বাকি রান তাড়া করতে নেমে টনি জর্জে, ত্রিস্তান স্টেবসদের কোনও সমস্যাই হয়নি।

ওভার পিছু প্রায় পাঁচের কাছাকাছি রান রেট রেখে ওয়ানডের মেজাজে ম্যাচ ফিনিশ করে দেন প্রোটিয়াজ ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে প্ৰথম ইনিংসের সেঞ্চুরিয়ন কাইল ভারান ম্যাচ সেরার খেতাব জিতেছেন।

South Africa Bangladesh Cricket Cricket News South Africa Cricket Team Bangladesh Cricket Team
Advertisment