Advertisment

BAN vs SL: সোজাসুজি হচ্ছে না, ঘুরপথেই আউটের চেষ্টা লঙ্কান ব্যাটারকে! টেস্টে ফের একবার কলঙ্কের কীর্তি বাংলাদেশের, দেখুন ভিডিও

Bangladesh vs Sri Lanka 1st test at Sylhet : বাংলাদেশের হতাশ হওয়ার-ই কথা। সিলেট টেস্টে প্রথম দিন একটা সময় পর্যন্ত চালকের আসনে ছিল টাইগাররা। ৫৭ রানে একসময় ৫ উইকেট খুঁইয়ে ফেলেছিল লঙ্কানরা। সেখান থেকে ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস শতরান করে দলকে ২৮০ রানে পৌঁছে দিতে সাহায্য করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh vs Sri Lanka, Sylhet Test

BAN vs SL: সিলেট টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা (টুইটার)

Bangladesh vs Sri Lanka: কোনওভাবেই আউট করা যাচ্ছিল না শ্রীলঙ্কান লোয়ার অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিসকে। বাংলাদেশি বোলারদের নাভিশ্বাস তুলে দিচ্ছিলেন কামিন্দু। আর সেই কারণেই সোজাসুজি আউট করতে না পেরে অন্য পন্থা নিলেন বাংলাদেশি বোলার খালেদ আহমেদ।

Advertisment

মানকাড করার চেষ্টা করলেন। তবে সেটাও পারলেন না ঠিকমত। মিডিয়াম পেসার খালেদ দৌড়ানোর সময়েই খেয়াল করেছিলেন কামিন্দু নন স্ট্রাইকিং এন্ডের ক্রিজ ছেড়ে কিছুটা এগিয়ে থাকছেন বোলিংয়ের সময়। সেই সুবিধার ফায়দা নিতে চেয়েছিলেন খালেদ। তবে স্ট্যাম্পে বল লাগাতেই পারলেন না। ধারাভাষ্যকাররা তো বলেই দিলেন, "হতাশা গ্রাস করছে বাংলাদেশের মধ্যে। এই বল স্ট্যাম্পে লাগাতে পারলে আউট হয়ে যেতেন কামিন্দু।"

বাংলাদেশের হতাশ হওয়ার-ই কথা। সিলেট টেস্টে প্রথম দিন একটা সময় পর্যন্ত চালকের আসনে ছিল টাইগাররা। ৫৭ রানে একসময় ৫ উইকেট খুঁইয়ে ফেলেছিল লঙ্কানরা। সেখান থেকে ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস শতরান করে দলকে ২৮০ রানে পৌঁছে দিতে সাহায্য করেন।

আরও পড়ুন: বাংলায় সড়গড়, ইংরেজিতে থতমত! IPL খেলতে এসে বিরাট বিপদে মুস্তাফিজুর রহমান

জবাবে বাংলাদেশ ১৮৮ তোলার ফাঁকেই সমস্ত উইকেট হারায়। ৯৪ রানের লিড সমেত খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তুলেছে ৪১৮ রান। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও শতরান করেছেন ধনঞ্জয় ডিসিলভা এবং কামিন্দু মেন্ডিস। টেস্টে ক্রিকেটের ইতিহাসে জুড়িতে দুই ইনিংসেই শতরান করার নজির রয়েছে মাত্র তিনটি। ১৯৭৪-এ চ্যাপেল ভাইয়েরা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। ২০১৪-য় অস্ট্রেলিয়ার বিপক্ষে আবু ধাবিতে আজাহার আলি এবং মিসবাহ উল হল এই কীর্তি গড়েন। সেই নজিরই এবার গড়লেন ধনঞ্জয়-কামিন্দু।

৫১১ রানের বিশাল টার্গেটের সামনে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্কোরবোর্ডে ৪৭ তোলার ফাঁকেই ৫ উইকেট হারিয়েছে। এখনও ৪৬৪ রান পিছিয়ে টাইগাররা। শ্রীলঙ্কা যে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ম্যাচে ১-০ এগিয়ে থেকে নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Bangladesh Test cricket Sri Lanka Bangladesh Cricket Sri Lanka Cricket Team Bangladesh Cricket Team
Advertisment