Advertisment

BAN vs SL: ব্যাটের ঠিক মাঝখানে বল, তবু DRS বাংলাদেশ ক্যাপ্টেনের! হেসে গড়াগড়ি খেল ক্রিকেট-দুনিয়া, দেখুন VIDEO

Bangladesh cricket against Sri Lanka: গত মাসেই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তিন ফরম্যাটের নেতা ঘোষিত হয়েছেন। দ্বিতীয় টেস্টেও রিনি জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। স্বল্প কেরিয়ারে শান্ত এখনও পর্যন্ত ৪ ওয়ানডে এবং একটি টি২০-তে অধিনায়কত্ব করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh captain Najmul Hussain Shanto's bizarre DRS referral against Sri Lanka's Kusal Mendis on Saturday.

শনিবার শ্রীলঙ্কার কুসল মেন্ডিসের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুসেন শান্তর উদ্ভট ডিআরএস রেফারেল।

Bangladesh vs Sri Lanka 2nd test at Chattogram: চট্টগ্রামের দ্বিতীয় টেস্টেই শ্রীলঙ্কার বিরুদ্ধে অদ্ভুত কারণে শিরোনামে উঠে এলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুশল মেন্ডিসের ব্যাটে বল লাগা স্বত্বেও রিভিউ নিলেন লেগ বিফোর আউটের জন্য।

Advertisment

টসে জিতে প্ৰথমে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। আর লঙ্কান ব্যাটাররা আরও একবার বাংলাদেশের বোলারদের সামনে গোটা দিন ধরে হতাশা নিয়ে হাজির হলেন। ওপেনিং জুটিতেই শ্রীলঙ্কা ৯৬ রান জড়ো করে ফেলে স্কোরবোর্ডে। দ্বিতীয় উইকেটে দ্বিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস টাইগারদের আক্রমণকে চরম পরীক্ষার মুখে ফেলে দেন।

দ্বিতীয় সেশনে চা বিরতির ঠিক আগে তাইজুল ইসলামের বল স্লিড করে মেন্ডিসের প্যাডে আছড়ে পড়ার উপক্রম হয়েছিল। তবে দ্রুত লঙ্কান ব্যাটার নিজেকে সামলে ব্যাটের মাঝখান দিয়ে বল প্রতিহত করেন।

আরও পড়ুন: মুস্তাফিজের জন্য ধোনির জরিমানা হয়েছিল ৭৫ শতাংশ! পুরোনো ভিডিও আবার ভাইরাল, দেখে নিন

তবে অবাক হওয়ার তখন-ও বাকি। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন শান্ত বোলার এবং সতীর্থদের সঙ্গে আলোচনা শুরু করেন। বাকিরা রিভিউয়ে রাজি না থাকলেও শান্ত সরাসরি অন-ফিল্ড আম্পায়ার রড টাকারের কাছে রিভিউয়ের জন্য আবেদন করেন। রিপ্লেতে দেখা যায় বল প্যাডের লাইনেই নেই। ব্যাটের একদম মাঝখানে ধাক্কা খেয়ে প্রতিহত হয়েছে তাইজুলের ডেলিভারি।

শেষদিকে বাংলাদেশ ম্যাচে ফেরে। অল্পের জন্য করুণারত্নে (৮৬) এবং কুশল মেন্ডিসকে (৯৩) শতরান থেকে বঞ্চিত হতে হয়। তবে প্রথম দিনেই মাত্র ৪ উইকেটের বিনিময়ে তিনশোর ওপর স্কোরবোর্ডে জমা করে ম্যাচের আধিপত্য নিয়ে ফেলেছে বাংলাদেশ।

গত মাসেই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তিন ফরম্যাটের নেতা ঘোষিত হয়েছেন। দ্বিতীয় টেস্টেও রিনি জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। স্বল্প কেরিয়ারে শান্ত এখনও পর্যন্ত ৪ ওয়ানডে এবং একটি টি২০-তে অধিনায়কত্ব করেছেন।

টেস্টে শান্ত-র নেতৃত্বের অভিষেক মনের মত হয়নি। গত সপ্তাহেই সিলেটে শ্রীলঙ্কা প্ৰথম টেস্টে পর্যুদস্ত করেছে বাংলাদেশকে। টি২০ সিরিজে শ্রীলঙ্কা বাজিমাত করলেও ওয়ানডে সিরিজে টাইগার বাহিনী জয়লাভ করেছে।

Bangladesh Test cricket Sri Lanka Bangladesh Cricket Cricket News Sri Lanka Cricket Team Bangladesh Cricket Team
Advertisment