Bangladesh vs Sri Lanka: একটা বাউন্ডারি বাঁচাতে একসঙ্গে দৌড় লাগালেন পাঁচ বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেট তারকা! এই কমেডি মার্কা দৃশ্য দেখে হেসে খুন ক্রিকেটবিশ্ব। দৃশ্যটি দেখা গিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। বর্তমানে বাংলাদেশে সফর করছে শ্রীলঙ্কা দল। তাদের সঙ্গে ম্যাচ চলাকালীনই এমন দৃশ্যের সাক্ষী হয়েছে ক্রিকেট দুনিয়া।
Advertisment
ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট চলছে। তার তৃতীয় দিনে, ক্যামেরায় এই অদ্ভুত ঘটনা ধরা পড়েছে। ভিডিওটি দেখে মনে হবে, বল নয়। কে আগে বাউন্ডারিতে পৌঁছে দৌড় শেষ করবেন, তার প্রতিযোগিতা চলছে। শেষ পর্যন্ত অবশ্য বলের বাউন্ডারিতে পৌঁছনো আটকানো গিয়েছে। দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারে তখন প্রভাত জয়সুরিয়া ব্যাট করছিলেন। দ্রুত ছয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কা চাপে ছিল। বাংলাদেশের বোলাররা বেশ ভালোই বল করছিলেন। হাসান মাহমুদ রীতিমতো জয়সুরিয়ার ওপর চাপ তৈরির চেষ্টা চালাচ্ছিলেন।
এই সময় মাহমুদের একটি লেংথ বজায় রাখা ডেলিভারি, জয়সুরিয়া গালির দিকে কাট করেন। সেই বল বাউন্ডারির দিকে যাচ্ছে দেখে তাড়া করেন পাঁচ ফিল্ডার। বাউন্ডারি বাঁচলেও শ্রীলঙ্কার ব্যাটার প্রভাত জয়সুরিয়া অবশ্য ওই বলে দুই রান নেন। এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৩১ রানের লিড নিয়েছিল। এখনও পর্যন্ত ম্যাচের যা পরিস্থিতি, শ্রীলঙ্কাই দ্বিতীয় টেস্টটিও জিততে চলেছে। এর আগে প্রথম টেস্ট শ্রীলঙ্কাই জিতেছে।
বাংলাদেশের সামনে বর্তমানে জয়ের জন্য লক্ষ্য ৪৫০ রান। তাদের বোলাররা ভালো করলেও, ব্যাটাররা এতদিন পর্যন্ত টেস্ট ক্রিকেটে বিশেষ কিছুই করে দেখাতে পারেননি। ওপেনার জাকির হাসান তা-ও ৫৪ রান করেছেন। মিডল অর্ডারে দলে ফিরে আসা সাকিব আল হাসান করেছেন মাত্র ১৫ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করেছে ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউস অপরাজিত ৩৯ রান করেছেন।