Bangladesh vs Sri Lanka 2nd test at Chattogram: ব্যাটের মাঝখানে বল লাগা স্বত্ত্বেও রিভিউ নিয়ে চরম রসিকতার শিকার হয়েছেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার সেই ট্রোলের দুনিয়ায় পা রাখল কলকাতা পুলিশ-ও।
কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ বার্তায় জোড়া ছবি ব্যবহার করা হল। প্রথমে শান্ত-র ডিআরএস আবেদনের ছবির পাশে পাশে লেখা হল, "লোভনীয় লিঙ্কে ক্লিক করার আগে"। নিচে দ্বিতীয় ছবি
ব্যাটের মাঝখানে বল লাগার ইমেজ। যার পাশে জুড়ে দেওয়া হল, "পরে" শব্দ বন্ধনী। যেকোনও লোভনীয় ছবি সমৃদ্ধ লিঙ্কে ক্লিক করার আর্থিক প্রতারণার শিকার হওয়ার নজির রয়েছে ভুরি ভুরি। বহু নেটিজেন সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে যান। জন সচেতনতার সেই বার্তার উদ্দেশ্যেই এবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের ভাইরাল দৃশ্য ব্যবহার করল কলকাতা পুলিশ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের ঘটনা। টসে জিতে প্ৰথমে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। আর লঙ্কান ব্যাটাররা আরও একবার বাংলাদেশের বোলারদের সামনে গোটা দিন ধরে হতাশা নিয়ে হাজির হলেন। ওপেনিং জুটিতেই শ্রীলঙ্কা ৯৬ রান জড়ো করে ফেলে স্কোরবোর্ডে। দ্বিতীয় উইকেটে দ্বিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস টাইগারদের আক্রমণকে চরম পরীক্ষার মুখে ফেলে দেন।
দ্বিতীয় সেশনে চা বিরতির ঠিক আগে তাইজুল ইসলামের বল স্লিড করে মেন্ডিসের প্যাডে আছড়ে পড়ার উপক্রম হয়েছিল। তবে দ্রুত লঙ্কান ব্যাটার নিজেকে সামলে ব্যাটের মাঝখান দিয়ে বল প্রতিহত করেন।
তবে অবাক হওয়ার তখন-ও বাকি। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন শান্ত বোলার এবং সতীর্থদের সঙ্গে আলোচনা শুরু করেন। বাকিরা রিভিউয়ে রাজি না থাকলেও শান্ত সরাসরি অন-ফিল্ড আম্পায়ার রড টাকারের কাছে রিভিউয়ের জন্য আবেদন করেন। রিপ্লেতে দেখা যায় বল প্যাডের লাইনেই নেই। ব্যাটের একদম মাঝখানে ধাক্কা খেয়ে প্রতিহত হয়েছে তাইজুলের ডেলিভারি।
ক্রিকেট ভিত্তিক নামি ওয়েবসাইট উইজডেন আবার শান্ত-র রিভিউকে 'সর্বকালের নিকৃষ্টতম রিভিউ' বলে আখ্যা দিয়েছে। প্রতিবেদনের শিরোনাম হয়েছে, "ব্যাটার ব্যাটের মাঝখান দিয়ে বল লাগানো স্বত্ত্বেও অদ্ভুতভাবে বাংলাদেশ রিভিউ নিল।"
সিলেটে প্রথম টেস্টে জয়ের পর শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্টেও চালকের আসনে। প্রথম ইনিংসে লঙ্কানরা ৫৩১ তুলে ফেলেছে। মধুশঙ্কা (৫৭), দ্বিমুথ করুনারত্নে (৮৬), দানিশ চন্ডীমল (৫৯), ধনঞ্জয় ডিসিলভা (৭০) কুশল মেন্ডিস (৯৩), কামিন্দু মেন্ডিস (৯২)- লঙ্কান ব্যাটিং লাইনআপের হাফডজন ব্যাটারই হাফসেঞ্চুরি করেছেন।