Advertisment

BAN vs SL: বাংলাদেশকে কাঁদিয়ে হ্যাটট্রিক IPL-এর ৪ কোটির তারকার! শ্রীলঙ্কার কাছে সিরিজ হার টাইগারদের

SL vs BAN t20: ইনিংসের চতুর্থ ওভারেই দ্বিতীয় ডেলিভারিতে নাজমুল শাহের স্ট্যাম্প ছিটকে দেন। পরের ডেলিভারিতে ডানহাতি তৌহিদ হৃদয়ের অফস্ট্যাম্পে গিয়ে লাগে থুসাহারার বল। প্রথমসারির দুই ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ যখন কাঁপছে, সেই সময় ঠিক পরের বলেই থুসাহারা এলবিডব্লিউ করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Nuwan Thusahara, Mubai Indians

Nuwan Thusahara-Mubai Indians: থুসাহারার জাদু দেখার অপেক্ষায় এখন এমআই সমর্থকরা। (ছবি-টুইটার)

Bangladesh vs Sri Lanka t20 series: আইপিএল শুরুর মাসেই টি২০তে আন্তর্জাতিক দুনিয়ায় সাফল্য পেয়ে সবাইকে চমকে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নুয়ান থুসাহারা। শুধু সাফল্যে চমকে দেওয়াই নয়। শনিবার তিনি ইতিহাসেও ঢুকে পড়লেন। পুরুষদের টি২০-তে তিনিই হলেন হ্যাটট্রিক করা ষষ্ঠ শ্রীলঙ্কান বোলার।

Advertisment

পুরুষদের টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা শ্রীলঙ্কান বোলাররা হলেন

থিসারা পেরেরা বনাম ভারত, রাঁচি, ২০১৬

লাসিথ মালিঙ্গা বনাম বাংলাদেশ, কলম্বো, ২০১৭

লাসিথ মালিঙ্গা বনাম নিউজিল্যান্ড, পাল্লেকেলে, ২০১৯

আকিলা ধনঞ্জয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, অ্যান্টিগুয়া, ২০২১

ওয়ানিন্দু হাসারাঙ্গা বনাম দক্ষিণ আফ্রিকা, শারজা, ২০২১

নুয়ান থুসাহারা বনাম বাংলাদেশ, সিলেট, ২০২৪2024

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচের টি২০ সিরিজ শনিবারই শেষ হল। শেষ ম্যাচ হল সিলেটে। আর, সেখানেই থুসাহারা হ্যাটট্রিক করেছেন। প্রথম ওভারেই তিন উইকেট তুলে নিয়ে রীতিমতো বিপর্যস্ত করে দিয়েছেন ব্যাঘ্র বাহিনীকে। প্রথমে ব্যাট করে এই ম্যাচে বাংলাদেশের সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্র খাড়া করেছিল লঙ্কানরা। তাড়া করতে নেমে থুসাহারার জন্য প্রথমেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারেই দ্বিতীয় ডেলিভারিতে নাজমুল শাহের স্ট্যাম্প ছিটকে দেন। পরের ডেলিভারিতে ডানহাতি তৌহিদ হৃদয়ের অফস্ট্যাম্পে গিয়ে লাগে থুসাহারার বল। প্রথমসারির দুই ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ যখন কাঁপছে, সেই সময় ঠিক পরের বলেই থুসাহারা এলবিডব্লিউ করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহকে। শুধু হ্যাটট্রিকই নয়। থুসাহারার ওই ওভারে একটাও রান করতে পারেনি বাংলাদেশ।

থুসাহারার এই অসাধারণ বোলিং পারফরম্যান্সের জেরে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৫ রানে ৫ উইকেট। এবারের আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে রীতিমতো লড়াই করে মুম্বই ইন্ডিয়ান্স নুয়ান থুসাহারাকে ৪.৮ কোটি টাকায় কিনেছে। এবার মুম্বইয়ে থুসাহারা কিংবদন্তি লাসিথ মালিঙ্গার কোচিং পাবেন। কারণ, মালিঙ্গাকে বোলিং কোচ করেছে মুম্বই। থুসাহারার পাশাপাশি, এই মরসুমে মুম্বইয়ে শ্রীলঙ্কার আরেক খেলোয়াড়ও আছেন। তিনি হলেন দিলশান মাদুশঙ্কা।

আরও পড়ুন- অবসর নিয়ে মুখ খুললেন রোহিত! বুক ধড়ফড় করা জবাবে আশংকা বাড়ালেন হিটম্যান

এবছরই দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে নুয়ান থুসাহারা এমআই কেপ টাউনের হয়ে অত্যন্ত ভালো পারফরম্যান্স করেছেন। এমআই কেপটাউনের হয়ে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। যার জন্য তাঁকে এখন কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গেও তুলনা করা হচ্ছে।

Bangladesh T20 Bangladesh Cricket Sri Lanka Cricket Team Bangladesh Cricket Team
Advertisment