BAN vs SL: ব্যাটে লাগল বল, স্পাইকও স্পষ্ট! তবু বাংলাদেশের হয়ে দিনদুপুরে ডাকাতি আম্পায়ারের, দেখুন ভিডিও

Bangladesh vs Sri Lanka controversy: প্ৰথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৬৬ রান। আর রান চেজ করার সময়েই ওপেনার সৌম্য সরকারের ব্যাটের কানা লেগে যায় বিনুরা ফার্নান্দোর ডেলিভারিতে। অলফিল্ড আম্পায়ার সঙ্গেসঙ্গেই আউট দিয়ে দেন।

Bangladesh vs Sri Lanka controversy: প্ৰথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৬৬ রান। আর রান চেজ করার সময়েই ওপেনার সৌম্য সরকারের ব্যাটের কানা লেগে যায় বিনুরা ফার্নান্দোর ডেলিভারিতে। অলফিল্ড আম্পায়ার সঙ্গেসঙ্গেই আউট দিয়ে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
BAN vs SL Soumya Sarkar not out

স্ক্রিনগ্র্যাব: সৌম্য সরকারের ব্যাট থেকে বল চলে যাওয়ার সাথে সাথে আল্ট্রাএজ একটি স্পষ্ট স্পাইক দেখায়, অ্যাঞ্জেলো ম্যাথুস তৃতীয় আম্পায়ারের কাছে প্রতিক্রিয়া দেখিয়েছেন যে বাংলাদেশ ওপেনারকে অপরাজিত বলে মনে করছেন। (ফ্যানকোড)

Bangladesh vs Sri Lanka t20 series: বাংলাদেশ ক্রিকেট মাঠে নামলেই বিতর্কের ঘনঘটা। সেই একই বিতর্ক এবার তাড়া করল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০-তে। সিলেটে তিন ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচেই বেনজির বিতর্ক।

Advertisment

প্ৰথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৬৬ রান। আর রান চেজ করার সময়েই ওপেনার সৌম্য সরকারের ব্যাটের কানা লেগে যায় বিনুরা ফার্নান্দোর ডেলিভারিতে। অলফিল্ড আম্পায়ার সঙ্গেসঙ্গেই আউট দিয়ে দেন।

এরপরেই রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রা এজেও স্পষ্ট দেখা যায় বল-ব্যাট স্পর্শ করার সময়ের স্পাইক। তবে সকলকে অবাক করে দিয়ে তৃতীয় আম্পায়ার নট আউট ঘোষণা করেন সৌম্যকে।

Advertisment

এরপরে মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। জীবন পেয়ে যান সৌম্য সরকারও। সৌম্য মাত্র ২৮ করলেও ওপেনিং জুটিতে লিটন দাসের সঙ্গে তাঁর ৬৮ রানের পার্টনারশিপ জয়ের ভিত গড়ে দেয়।

শনিবার সিরিজের শেষ ম্যাচ আপাতত চরম নির্ণায়ক হয়ে দাঁড়াল এই উত্তেজনার পরিস্থিতিতে। বাংলাদেশ সিরিজে সমতা ফেরানোয় রুদ্ধশ্বাস লড়াই অপেক্ষা করছে সিরিজের অন্তিম ম্যাচে। এর আগে দুই দল একাধিকবার ক্রিকেট মাঠে বিতর্কে জড়িয়েছে। গত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দুই দলই পরবর্তী রাউন্ডে পৌঁছনোর জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই সময় এঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসান ক্রিকেট স্পিরিটের বিপরীতে হেঁটে টাইম আউট করে দেন। সেই সময়েও ম্যাথিউসের সঙ্গে আম্পায়ারদের উত্তপ্ত বাক্যবিনিময়ের সাক্ষী থেকেছিল ক্রিকেট বিশ্ব।

এবারেও অবিচারের শিকার হল শ্রীলঙ্কা। আম্পায়ার যখন বিতর্কিতভাবে সৌম্যকে নট আউট ঘোষণা করে দেন, সেই সময় ক্যামেরা প্যান করেছিল ম্যাথিউসের দিকে। তিনি বিদ্রুপাত্মক হাসিতে ভরিয়ে দেন। ২০১৮ সালে নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কা সেই বিখ্যাত নাগিন ড্যান্স-ও উপহার দিয়েছিল বাংলাদেশকে হারিয়ে।

Bangladesh Sri Lanka Bangladesh Cricket T20 T20 World Cup Sri Lanka Cricket Team Bangladesh Cricket Team