Bangladesh vs Sri Lanka 2nd Test at Chattagram: ক্যাচ ধরতে গিয়ে মাঠেই গড়াগড়ি খেলেন তিন বাংলাদেশি ক্রিকেট তারকা। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে এভাবেই বিশ্ব ক্রিকেটকে হাসালেন টাইগাররা। শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়ার ব্যাটের কোনায় লেগে বলটা উঠে যায়। স্লিপে পরপর দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের তিন তারকা। তাঁরা প্রত্যেকেই সুযোগ পান, চেষ্টাও করেন। কিন্তু, মাঠে গড়াগড়ি দেওয়া ছাড়া কিছু করতে পারেননি।
সেই সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন ফার্স্ট স্লিপে। দ্বিতীয় স্লিপে ছিলেন শাহাদাত হোসেন দীপু। আর, তৃতীয় স্লিপে ছিলেন জাকির হাসান। শান্ত হাতে লেগে ক্যাচটা বেরিয়ে যাওয়ার সময় চেষ্টা চালান দীপু। কিন্তু, তিনিও ধরতে পারেননি। ডাইভ দেন জাকির হাসানও। কিন্তু, তিনিও ব্যর্থ হন। বলটা মাটিতে পড়ে যায়। যার সুবাদে বরাতজোরে রক্ষা পায় প্রবাথ জয়সুরিয়ার উইকেট।
রবিবার চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৩১ রান করেছে। একটুর জন্য কামেন্দু মেন্ডিস টানা তৃতীয় সেঞ্চুরি করতে ব্যর্থ হন। কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি না করলেও রবিবার শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তাদের সর্বোচ্চ রান তুলেছে। ইনিংস শেষে মেন্ডিস ৯২ রানে অপরাজিত ছিলেন। সেই সময় তাঁর শেষ ক্রিজ পার্টনার আসিথা ফার্নান্দো আউট হন। যার ফলে, চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে টানা তিন ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব আর মেন্ডিস অর্জন করতে পারেননি। ৮ রান বাকি থাকতেই তাঁকে থামতে হয়।
এর আগে প্রথম টেস্ট ম্যাচে পরপর দুই ইনিংসে মেন্ডিস করেছেন ১০২ এবং ১৬৪ রান। রবিবার তিনি তাইজুল ইসলামকে এক ওভারে দুটি ছক্কা মেরে ৯২ রানে পৌঁছন। এই সময় আসিথা ফার্নান্দো স্ট্রাইক পরিবর্তনের জন্য দৌড়তে গিয়ে পড়ে যান। মেন্ডিসের মতই এই ম্যাচে তাঁদের তৃতীয় টেস্ট খেলছেন, ধনঞ্জয় ডি সিলভা (৭০), দীনেশ চান্দিমাল (৫৯), কুসল মেন্ডিস (৯৩), দ্বিমুখ করুণারত্নে (৮৬) ও নিশান মধুশকা (৫৭)।
সাকিব আল-হাসান ১১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এই টেস্ট-এ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। রবিবার ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে ক্রিজে চলা শুরু করেছিল শ্রীলঙ্কা। কামেন্দু মেন্ডিসের মতই ধনঞ্জয় ডি সিলভাও প্রথম টেস্ট ম্যাচের দুটো ইনিংসে সেঞ্চুরি করেছেন। তার মধ্যে প্রথম ইনিংসে করেছেন ১০২। দ্বিতীয় ইনিংসে করেছেন ১০৮ রান। প্রথম সেশন আউট হন চান্দিমাল। লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই ডি সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। খালেদের বলেই প্রবাথ জয়সুরিয়ার ক্যাচ স্লিপে তিন ফিল্ডার হাস্যকরভাবে ফেলে দেন। এই সিরিজের প্রথম টেস্ট জিতেছে শ্রীলঙ্কা। সিলেটের ম্যাচে তারা বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়েছে।