India vs Bangladesh women t20 series: বাংলাদেশ সফরে টি-২০ সিরিজ ৫-০ ব্যবধানে জিতল ভারতীয় মহিলা দল। পঞ্চম তথা শেষ ম্যাচ ভারতীয় মহিলারা জিতল ২১ রানে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল তুলেছিল ১৫৭ রান। বাংলাদেশ শুরুটা ভালো করলেও, ভারতের বামহাতি স্পিনার রাধা যাদবের দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ১৩৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। রাধা যাদব ২৪ রানে তিন উইকেট নিয়েছেন।
বৃহস্পতিবার সিলেটের এই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত খেলেন ব্যাটার রিচা ঘোষ। তিনি ৩টি ছক্কা এবং ১টি চারের সৌজন্যে ১৭ বলে ২৮ রান করে অপরাজিত থেকে যান। বাংলাদেশের হয়ে রীতু মনির করেছেন ৩৭ রান। শরিফা খাতুনও করেছেন অপরাজিত ২৮ রান। তাঁদের জুটিতে ৫৭ রান ওঠে। এই রান টি-২০ আন্তর্জাতিকে ষষ্ঠ উইকেটের জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে টি-২০ আন্তর্জাতিকে ষষ্ঠ উইকেটের জুটিতে বাংলাদেশ মহিলা দলের সর্বোচ্চ রান ছিল ৩২। যা করেছিলেন সানজিদা ইসলাম ও নিগার সুলতানা।
এদিন ১৭তম ওভারে রীতু মনিকে আউট করে বাংলাদেশের আশা ভেঙে দেন ভারতীয় বোলার আশা শোভনা। তিনি এই ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন। বাকি ব্যাটাররাও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। যার ফলে, ভারতের জয় নিশ্চিত হয়। বাংলাদেশ ১০ ওভারে পাঁচ উইকেট ৫২ রান করে। বাংলাদেশের হয়ে শোভনা মিস্ত্রিও বেশ ভালো চেষ্টা চালিয়েছিলেন। পূজা বস্ত্রকারের প্রথম ওভারেই শোভনা তিনটি চার মারেন। কিন্তু, ব্যক্তিগত ১৩ রানের মাথায় তিতাস সাধুর বলে দুর্দান্ত ক্যাচ নেন রাধা যাদব। এরপর রাধা যাদবের বলে একে একে ফিরে যান দিলারা আখতার (৪ রান), অধিনায়ক নিগার সুলতানা (৭ রান), রুবায়া হায়দার (২০ রান)।
আরও পড়ুন- শাহরুখ আলিঙ্গন করেন, হুমকি দেন গোয়েঙ্কা! রাহুলের চরম অসম্মানের পর স্বর্গ-সম্মান পেল KKR
ভারতের হয়ে ডি হেমলতা করেন ৩৭ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর তোলেন ৩০ রান। ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ৪টি চার এবং ১টি ছক্কার সৌজন্যে ২৫ বলে ৩৩ রান করেন। শেফালি ভার্মা করেন ১৪ রান। অষ্টম ওভারে নাহিদা আখতারের বলে মান্ধানা আউট হন।