আসন্ন বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। জানিয়ে দিলেন মাশরাফি মোর্তাজা। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথাই সাফ বলে দিলেন বাংলাদেশের অধিনায়ক। ২০০১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে ওয়ান-ডে অভিষেক করেন মোর্তাজা।২০০৩ থেকেই বিশ্বকাপের সদস্য তিনি। এই নিয়ে পঞ্চমবারের জন্য ক্রিকেটের শো-পিস ইভেন্টে অংশ নিতে চলেছেন সেদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার।
মোর্তাজা বলছেন, "এটাই আমার শেষ বিশ্বকাপ। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। একজন প্লেয়ার হিসেবে অবশ্যই ভাল পারফর্ম করতে চাই। অধিনায়ক হিসেবে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জাতীয় কর্তব্য পালন করার চেয়ে বেশি কিছু করার নেই। আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। না কোনও অতিরিক্ত চাপ নেব। আমি ভাগ্যে বিশ্বাস করি। যা হওয়ার সেটা হবেই। তা বলে কোনও বাড়তি প্রস্তুতি নেব না তেমনটাও নয়। আমাদের কাছে এটা আরও একটা বড় টুর্নামেন্ট। আমরা ভাল খেলে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাই। কোনও কিছুই অসম্ভব নয়। কিন্তু ওঠা-পড়া মানিয়ে নেওয়াটাই হবে সবচেয়ে বড় ব্যাপার।"
আরও পড়ুন: জোড়া চমকেই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
![]()
বলিং অলরাউন্ডার মোতার্জা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে বাংলাদেশের জার্সিতে ২০৫টি আন্তর্জাতিক ওয়ান-ডে খেলেছেন। ২৫৯টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ৩১.৭১ ও ইকনমি রেট ৪.৮। বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন। ইকনমি ৪.৯৪। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৩৮ রানে চার উইকেট নিয়েছিলেন। এটাই তাঁর সেরা পারফরম্যান্স। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে জোড়া ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওভালে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।