Advertisment

ভারত সফরের আগে পেসারদের ফিটনেস নিয়ে চিন্তায় বাংলাদেশের প্রধান নির্বাচক

নভেম্বরে ভারত-বাংলাদেশ তিনটি টি-২০ ও দু'টি টেস্ট খেলতে ভারতের বিরুদ্ধে। বিরাট কোহলিদের দেশে আসার আগে বাংলাদেশের কপালে ভাঁজ ফেলেছে তাঁদের ফাস্টবোলারদের ফিটনেস ইস্যু।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh chief selector concerned over pacers’ fitness ahead of India tour

ভারত সফরের আগে পেসারদের ফিটনেস নিয়ে চিন্তায় বাংলাদেশের প্রধান নির্বাচক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ শেষ করেই ভারত নেমে পড়বে বাংলাদেশের বিরুদ্ধে। পদ্মাপারের দেশ তিনটি টি-২০ ও দু'টি টেস্ট খেলতে ভারতের বিরুদ্ধে। বিরাট কোহলিদের দেশে আসার আগে বাংলাদেশের কপালে ভাঁজ ফেলেছে তাঁদের ফাস্টবোলারদের ফিটনেস ইস্যু। চিন্তিত স্বয়ং জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

Advertisment

মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মহম্মদ সইফুদ্দিনদের ফিটনেস ভাবাচ্ছে বাংলাদেশকে। আবেদিন বলছেন,"আমরা পেসারদের নিয়ে রীতিমতো চিন্তিত। চোটের জন্য় অনেক প্লেয়ারকে এখন পাচ্ছি না। যদি দশ জনকে বাছতে হয় দেখব পাঁচজনেরই চোট। আমাদের পেসাররা বরাবরই তাঁদের ফিটনেসের জন্য় সমালোচিত হয়। এখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই ফিটনেসের ওপর জোর দিচ্ছি। আশা করি দু'বছরের মধ্য়ে ফল পাব।"

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রাচীনতম টুর্নামেন্ট ন্য়াশনাল ক্রিকেট লিগ (এনসিএল)।  গোড়ালির চোট পুরোপুরি না-সারায় মুস্তাফিজুর এই টুর্নামেন্টের প্রথম দিকটা খেলতে পারেননি। এই প্রসঙ্গে আবেদিন বললেন, "এনসিএল-এ খেলেই মুস্তাফিজুরকে ফিটনেসের প্রমাণ দিতে হবে। তারপরেই ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য় ওর কথা ভেবে দেখব আমরা।" আবেদিন আরও বলছেন যে, মুস্তাফিজুরের চোট পুরোপুরি সারেনি। ফিজিওর নির্দেশ মেনেই তাঁরা চলছেন।

দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের কবে আর কোথায় কোথায় ম্য়াচ

তিন ম্যাচের টি-২০ সিরিজ

৩ নভেম্বর (রবিবার):  প্রথম টি-২০, দিল্লি, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম

৭ নভেম্বর (বৃহস্পতিবার): দ্বিতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

১০ নভেম্বর (রবিবার): তৃতীয় টি-২০, নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

দু'ম্য়াচের টেস্ট সিরিজ

১৪ নভেম্বর (বৃহস্পতিবার): প্রথম টেস্ট, ইন্দোর, হোলকার স্টেডিয়াম

২২ নভেম্বর (শুক্রবার): দ্বিতীয় টেস্ট, কলকাতা, ইডেন গার্ডেন্স

Read full story in English
Bangladesh India
Advertisment