সাকিব আল হাসানের দেশ বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এমন সময়েই বেনজির সিদ্ধান্ত নিয়ে ফেললেন পেসার মুস্তাফিজুর রহমান। জানিয়ে দিলেন আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্কোয়াডে তাঁকে রাখা হলে আইপিএল বাদ দিতে প্রস্তুত তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে সংঘাত বাঁধলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অংশগ্রহণকারী ক্রিকেটাররা চাইলে দেশের পরিবর্তে আইপিএলে খেলতে পারে। এর জন্য বোর্ডের তরফে প্রয়োজনীয় অনুমতিও দিয়ে দেওয়া হবে। তারপরেই সাকিব আল হাসান বিসিবিকে জানিয়ে দিয়েছেন, টেস্ট খেলার পরিবর্তে আইপিএলে খেলতে চান তিনি। সঙ্গেসঙ্গেই বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে গিয়েছেন তারকা অলরাউন্ডার।
আরো পড়ুন: মোদির নামে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম! প্রধানমন্ত্রীকে বেনজির সম্মান ঐতিহাসিক টেস্টের আগেই
তবে সাকিবের উলটো পথে হাঁটছেন মুস্তাফিজুর। আইপিএলের নিলামে মুস্তাফিজুরকে রাজস্থান রয়্যালস ১ কোটি টাকায় কিনেছে। তবে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জাতীয় দল আগে!
নিউজিল্যান্ডে খেলতে রওনা হওয়ার আগে মুস্তাফিজুর বলে দিলেন, "বিসিবি যা করতে বলবে তা পালন করব। যদি ওঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের স্কোয়াডে রাখে তাহলে জাতীয় দলের জয়ে খেলব। আর যদি না রাখে তাহলে কী করব সেটা বিসিবি ভালো জানে।"
এরপরে তিনি আরো বলেছেন, "আমার প্রথম অগ্রাধিকার অবশ্যই দেশের হয়ে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে রাখলে যথারীতি খেলব। আমাকে না রাখা হলেও বিসিবি আমাকে জানিয়ে দেবে। আইপিএলে খেলতে যাওয়ার জন্য ছাড়পত্র যদি পেয়েও যাই তাহলেও দেশ সবসময় আমার কাছে আগে থাকবে।"
সাকিবকে ইতিমধ্যেই আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে বিসিবি। কলকাতার জার্সিতে এবার খেলবেন সাকিব। বিসিবি আপাতত মুস্তাফিজুর রহমানের আবেদনের অপেক্ষায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দুই দল। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন