Advertisment

Female umpire in DPL: মেয়ে আম্পায়ার কেন মাঠে! বাংলাদেশি তারকাদের খেলতে সরাসরি অস্বীকার! লজ্জায় মাথা কাটা গেল ক্রিকেট বিশ্বের

Bangladesh Cricket controversy: সাথিরা বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সদস্য ছিলেন। অবসরের পর আম্পায়ারিংয়ের পেশা বেছে নিয়েছেন। আইসিসির অনুমোদনপ্রাপ্ত একজন আম্পায়ার-ও তিনি। তাঁকে ঘিরেই আপত্তি জানিয়েছেন দুই দলের ক্রিকেটার এবং অধিকারিকরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
DPL, Women umpire, ঢাকা প্রিমিয়ার লিগ

Women umpire appointment in DPL: ফের বিতর্কে বাংলাদেশের ক্রিকেটে (মাজহারুল ইসলাম সায়েম এবং টুইটার)

Dhaka Premiere League 2024, female umpiring controversy: বাংলাদেশে রমরমিয়ে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। টাইগারদের সমস্ত প্রথম সারির তারকারাই খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। মুস্তাফিজুর রহমান বাদে সাকিব-তামিম-রিয়াদ সকলকেই নিয়মিত বাইশ গজে দেখা যাচ্ছে ডিপিএলে। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবোয়ের মত শক্তিশালী প্রতিপক্ষ। তাঁর আগে নিজেদের ঘষে মেজে নিতে ব্যস্ত বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।

Advertisment

এমন আবহেই এবার বিতর্কে জড়িয়ে পড়ল লিগ। ঢাকা মোহামেডান বনাম প্রাইম ব্যাংকের ম্যাচ প্রশ্নবিদ্ধ হয়ে উঠল। নারী আম্পায়ার কেন, তা নিয়েই নাকি আপত্তি জানানো হয় দুই দলের পক্ষ থেকে। প্রাইম ব্যাংক বনাম মোহামেডানের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মনিরুজ্জামান এবং সাথিরা জাকির জেসি।

সাথিরা বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সদস্য ছিলেন। অবসরের পর আম্পায়ারিংয়ের পেশা বেছে নিয়েছেন। আইসিসির অনুমোদনপ্রাপ্ত একজন আম্পায়ার-ও তিনি। তাঁকে ঘিরেই আপত্তি জানিয়েছেন দুই দলের ক্রিকেটার এবং অধিকারিকরা।

প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। অন্যদিকে, মোহামেডানের হয়ে খেলতে দেখা যাচ্ছে ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদকে। ম্যাচে তারকা ক্রিকেটাররা তো বটেই দুই দলের সকলেই জেসিকে ম্যাচ পরিচালনা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। এমনকি আপত্তি জানানোয় ম্যাচ ঠিক সময়ে শুরুও করা যায়নি। তাঁদের আপত্তি মূলত নারী-আম্পায়ারকে কেন্দ্র করে। কেন একজন নারীকে পুরুষদের ম্যাচে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন দুই শিবির।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যাওয়ার পর দুই দলের পক্ষে সাফাই দেওয়া হয়। বলা হয়, লিঙ্গ বৈষম্য নয়, বরং জেসি-র অনভিজ্ঞতার জন্যই তাঁদের আপত্তি ছিল।

শেষমেশ বিতর্কের মুখে ঢোক গিলতে বাধ্য হয় লিগে অংশগ্রহণ কারী দুই দল। বাংলাদেশের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এই বিষয়ে এক সংবাদমাধ্যমে বলেছেন, "ওঁরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু পরে মেনে নিয়েছে। তিনি (জেসি) একজন আইসিসির অফিশিয়াল। আন্তর্জাতিক আম্পায়ার। ওঁকে যেহেতু দায়িত্ব দেয়া হয়েছে, অবশ্যই মূল্যায়ন করে দেওয়া হয়েছে। এখন এটা না মানলে তো আমরা বৈষম্য করছি।"

সবমিলিয়ে আরও একবার বিতর্কের কেন্দ্রে জড়িয়ে পড়ল।বাংলাদেশ ক্রিকেট।

Bangladesh Cricket
Advertisment