BAN vs PAK test series: রাজনৈতিক অরাজকতার জন্য ব্যাহত হল বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ একটি গুরুতর রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। যার জেরে, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।
ব্যাপক বিক্ষোভে বাংলাদেশে কয়েকশো মানুষের জীবনহানি ঘটেছে। দেশব্যাপী কার্ফু ক্রিকেট দলের নির্ধারিত প্রশিক্ষণ সূচিকে ব্যাহত করেছে। মুক্তিযুদ্ধের প্রবীণ সৈনিকদের পরিবারের সদস্যদেরকে সরকারি চাকরিতে ৩০% সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা কোটাকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন। আর, কোটা ব্যবস্থা সংশোধনের দাবি জানান।
এই অবস্থায় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে জড় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে এবং ঢাকা ছেড়ে পালাতে বাধ্য করে। সেনাবাহিনী বাংলাদেশের নিয়ন্ত্রণ হাতে নেয়। বাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে। আর, তাঁর নিরাপত্তার উদ্বেগের কারণে হাসিনা নয়াদিল্লিতে পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারা অনির্দিষ্টকালের কার্ফুর মধ্যে ক্রিকেট প্রশিক্ষণ সেশন পুনরায় শুরু করার ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ক্রিকেট বোর্ড কর্তারা পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য সরকারের কাছ থেকে আরও নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ আগস্ট পাকিস্তানে যাবে। বর্তমান অস্থিরতা বাংলাদেশ ক্রিকেটারদের প্রস্তুতিকে প্রভাবিত করেছে। তাই বলে মাচ পিছোচ্ছে না।। প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট হবে রাওয়ালপিন্ডিতে। করাচিতে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, 'আমরা নিশ্চিত নই যে, কখন অনুশীলন করতে পারব। কারণ, অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ রয়েছে। আমাদের প্রশাসন বিষয়টি দেখছে। তারা আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করার পরে আমরা পরিস্থিতি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারব।' বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কর্তা নিশ্চিতভাবে জানিয়েছেন যে, কার্ফুর কারণেই প্রস্তুতির পরিকল্পনা ব্যাহত হয়েছে।
আও পড়ুন- গোটা বাংলাদেশে উত্তাল নৈরাজ্য, টাইগারদের হাত থেকে কেড়ে নেওয়া হতে পারে বিশ্বকাপের আয়োজন
কোচিং স্টাফ এবং শিডিউল ট্রেনিং বিভাগের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ১ আগস্ট ঢাকায় এসেছিলেন। তিনি ৪ আগস্ট থেকে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে (এসবিএনএস) দক্ষতা প্রশিক্ষণ সেশনের তত্ত্বাবধানে ছিলেন। অন্যান্য কোচিং স্টাফ সদস্যরা, যেমন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প, সহকারি কোচ নিক পোথাস ও নাথান কেলিও বর্তমানে ঢাকায় রয়েছেন।
একজন বিসিবি কর্তা জানিয়েছেন যে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর এখনও সূচিতে রয়েছে।, তবে, পরিস্থিতি যে কোনও সময় বদলাতে পারে। বাংলাদেশ এ দলের সফরে থাকার কথা প্রাক্তন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং মুমিনুল হক, শাহাদাত হোসেন, জাকির হাসান, মাহমুদুল হাসান, নাঈম হাসান এবং হাসান মাহমুদের। তাঁরা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। ইসলামাবাদে ১০-২৭ আগস্ট পর্যন্ত দুটি চার দিনের ম্যাচ হবে। এছাড়াও হবে তিনটি ওয়ানডে। এ দলের ৬ আগস্ট রওনা হওয়ার কথা ছিল। কিন্তু, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই সূচি মানা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিবির এক কর্তা এই ব্যাপারে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাঁরা কোনও কিছুর নিশ্চয়তা দিতে পারছেন না।