দক্ষিণ আফ্রিকায় ৫৩ অলআউট বাংলাদেশ! অসহায় আত্মসমর্পণে চূড়ান্ত লজ্জায় মুশফিকরা

দক্ষিণ আফ্রিকায় বেনজিরভাবে ধসে পড়ল বাংলাদেশ ইনিংস। ২২০ রানে হার মানল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় ৫৩ অলআউট বাংলাদেশ! অসহায় আত্মসমর্পণে চূড়ান্ত লজ্জায় মুশফিকরা

কিংসমিডে শোচনীয় হার হজম করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে প্ৰথম টেস্টের পঞ্চম দিনে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ২২০ রানের ব্যবধানে লজ্জার হার হজম করে বসল বাংলাদেশ।

ভারতীয় বংশোদ্ভূত স্পিনার কেশব মহারাজ ৭ উইকেট দখল করলেন। সাইমন হার্মার নিলেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের এটাই সর্বনিম্ন স্কোর। চতুর্থ দিনের শেষে বাংলাদেশ ১১/৩ ছিল। সেখান থেকে পঞ্চম দিনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তাসকিন আহমেদরা। বাকি ৭ উইকেট হারাল মাত্র ৪৩ রানে। একঘন্টারও কম সময়ে গুটিয়ে গেল বাংলাদেশ।

আরও পড়ুন: বাড়ি নেই এখনও! IPL-এর টাকায় বাড়ি কিনতে চাইছেন মুম্বই ইন্ডিয়ান্সের ১৯ বছরের তারকা

অভিজ্ঞ মুশফিকুর রহিম দিনের প্ৰথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন। মহারাজের বলে ভুল লাইনে খেলতে গিয়ে লেগ বিফোর হয়ে যান। এরপরের ওভারেই লিটন দাস প্যাভিলিয়নে ফেরেন। ওয়াইড মিড অনে হার্মারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। আর পরপর তিন নম্বর ওভারে মহারাজের তৃতীয় শিকার ইয়াসির আলি। ডিফেন্স করতে গিয়েছিলেন ইয়াসির। ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায়।

এরপরে কার্যত গুঁড়িয়ে যায় বাংলাদেশের বাকি ব্যাটিং লাইন আপ। একমাত্র নাজমুল হাসান প্রতিরোধ গড়ে ৫২ বলে ২৬ করে যান।

অধিনায়ক ডিন এলগার দুই স্পিনারকে দিয়েই টানা বোলিং করিয়ে যান। রবিবার দিনের শেষের সেশনে যেমন দুই স্পিনার বল করে যান। তেমন সোমবার সকাল থেকেই মহারাজ-হার্মার জুটি চালিয়ে যান।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bangladesh gets 53 all out against south africa keshav maharaj simon harmer

Next Story
এতটাও সৎ ধোনি! ক্যাচ নিয়ে নিজেই জানালেন হয়নি, কুর্নিশ ক্রিকেট মহলের, দেখুন
Exit mobile version