New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Shakib-hasina.jpg)
Shakib Al Hasan Election: বাংলাদেশের নির্বাচনে জয়ী হলেন শাকিব আল হাসান (টুইটার)
Bangladesh General Election 2024: আইসিসির ক্রমপর্যায়ে প্ৰথম বাংলাদেশি তারকা হিসাবে তিন ফরম্যাটেই একনম্বর (অলরাউন্ডার) রাঙ্কিং পৌঁছেছেন সাকিব। তবে নির্বাচনে লড়ার জন্য সাকিব ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন।
Shakib Al Hasan Election: বাংলাদেশের নির্বাচনে জয়ী হলেন শাকিব আল হাসান (টুইটার)
বাংলাদেশের সাংসদ নির্বাচনে (Bangladesh National Election) জয়ী হলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। জয় এল কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মাগুরা পশ্চিম অঞ্চল থেকে দেশের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। শেখ হাসিনার আওয়ামি লিগের প্রার্থী ছিলেন। ঢাকা ট্রিবিউন জানিয়েছে, সাকিবের জয় এসেছে ১৮৫,৩৮৮ ভোটের ব্যবধানে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হয়েছিলেন গোপালগঞ্জ-৩ কেন্দ্র থেকে। সেখানে বিরাট ব্যবধানে জিতলেন বাংলাদেশের জননেত্রী। এই নিয়ে অষ্টমবারের মত বাংলাদেশের লোকসভা সদস্য হলেন তিনি। রবিবার যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে ২২৩টি আসনে জয়ী হয়ে আওয়ামি লিগ সরকার গঠন করতে চলেছে।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, দেশের ১২তম জাতীয় নির্বাচনের আগে ৭ জানুয়ারি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ছক্কা হাঁকাতে' বলেছিলেন। "তোমাকে ভাষণ দিতে হবে না। তবে তুমি ছক্কা হাঁকাতে পারো। বল হাতে উইকেট নিতে পারো। এবার নির্বাচনে ছক্কা মারো দেখি।" তারকা অলরাউন্ডারকে এমনটাই বলেছিলেন শেখ হাসিনা। তাঁকে 'জাতীয় রত্ন'ও বলে দেন প্রধানমন্ত্রী।
আইসিসির ক্রমপর্যায়ে প্ৰথম বাংলাদেশি তারকা হিসাবে তিন ফরম্যাটেই একনম্বর (অলরাউন্ডার) রাঙ্কিং পৌঁছেছেন সাকিব। তবে নির্বাচনে লড়ার জন্য সাকিব ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। তবে নিজেই জানিয়েছেন, তিনি ক্রিকেটকে মোটেই বিদায় জানাননি।
তাঁর নির্বাচনী জনসভা চলাকালীন সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেন, "আমি কি অবসর নিয়েছি? আমি যদি অবসরই না নিয়ে থাকি, তাহলে তো এই প্রশ্ন তোলাই অবান্তর।"
ভারতে অনুষ্ঠিত গত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। তবে বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। আট নম্বরে থেকে টুর্নামেন্ট ফিনিশ করেছিল বাংলা টাইগাররা।