Advertisment

BPL: BPL তো সার্কাস, বাংলাদেশিদের লেভেল খুব খারাপ! টাইগারদের নিয়েই 'খিল্লি' এবার কোচ হাতুরুর

BPL 2024: বাংলাদেশে ২০১২ সালে প্রিমিয়ার লিগ চালু হয়। কিন্তু, তার ব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের মান এতটাই খারাপ যে দিনদিন দর্শকের সংখ্যা কমছে বলে অভিযোগ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh, Hathurusingha 1

Bangladesh-HathurusinghaL বাংলাদেশে ২০১২ সালে প্রিমিয়ার লিগ চালু হয়েছে। (ছবি-টুইটার)

Bangladesh Premier League 2024: বাংলাদেশ সমর্থকরা তাঁদের ক্রিকেটের মান নিয়ে যত গর্বই করুন না কেন, সেদেশের জাতীয় কোচ চণ্ডিকা হাথুরুসিংহের মতে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সার্কাসের চেয়ে বেশি কিছু না। হাথুরু সিংহে যখন এই কথা বলছেন, সেই সময় বাংলাদেশে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। তারই মধ্যে ইএসপিএন ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে উঠে এসেছে হাথুরুসিংহের বক্তব্য।

Advertisment

সেখানে হাথুরুসিংহে অভিযোগ করেছেন যে, বাংলাদেশে কোনও ঠিকঠাক টি২০ টুর্নামেন্টই নেই। আর, যেটা আছে, সেই বিপিএল এতই বিরক্তিকর যে তিনি বাধ্য হয়ে টিভি বন্ধ করে দেন। ভারতের কয়েক বছর পরই বাংলাদেশে ২০১২ সালে প্রিমিয়ার লিগ চালু হয়। কিন্তু, তার ব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের মান এতটাই খারাপ যে দিনদিন দর্শকের সংখ্যা কমছে বলে অভিযোগ।

"আমাদের নির্দিষ্ট টি২০ সিস্টেম-ই নেই। এটা শুনতে খুব খারাপ লাগবে। তবে কখনও সখনও আমি টিভি বন্ধ করে দিই বিপিএল থাকলে। এমনকি বেশিরভাগ ক্রিকেটাররা সেই পর্যায়ের নয়। বর্তমান সিস্টেম নিয়ে আমার বেশ সমস্যা রয়েছে।" বলে দিয়েছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ।

সোজাসাপটা হাথুরুসিংহের স্পষ্ট কথা এই পরিস্থিতি বদলানোর এখন একটাই উপায়, 'আইসিসিকে এগিয়ে আসতে হবে। কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট খেলছে। তারপরেই সে অন্য টুর্নামেন্ট খেলতে পারে না। অথচ, সেটাই হচ্ছে। এটা একটা সার্কাসের মত চলছে। তার জন্যই মানুষ আগ্রহ হারাচ্ছে। আমিই আগ্রহ হারিয়ে ফেলেছি।'

আরও পড়ুন- হিরো’ হতে চাইলেন সরফরাজ, মাঠেই ধমকে প্রাণ বাঁচালেন রোহিত! দেখুন বড় ভিডিও

এবারের বিপিএলে ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্লে অফ শুরু হতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি। এই প্রসঙ্গে বাংলাদেশ কোচের বক্তব্য, 'আমাদের এমন খেলোয়াড় দরকার যাঁরা তিনে দুর্দান্ত ব্যাট করতে পারবেন। এমন বোলার দরকার, যাঁরা মরণপণ বোলিং করবেন। আমার প্রস্তাব, বিপিএলের আগে বাংলাদেশ আরও কয়েকটি টুর্নামেন্ট হোক। ম্যাচ না-হলে খেলোয়াড়রা শিখবে কী করে? বিপিএলে দেশের সেরা খেলোয়াড়রা খেলছেন না। তাহলে বাংলাদেশের নির্বাচকরা জাতীয় দলের জন্য কীভাবে ভালো খেলোয়াড় বাছবেন?'

Bangladesh Cricket Bangladesh Cricket News Bangladesh Cricket Team
Advertisment