Advertisment

ইডেনে টেস্ট দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা। সৌরভ জানিয়েছেন যে, তিনি ব্য়ক্তিগত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইডেনে আসার আমন্ত্রণ জানাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sheikh Hasina to attend Eden Gardens Test

ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নভেম্বরে ভারত সফরে আসছে বাংলাদেশ। শাকিব আল হাসানরা তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলবে বিরাট কোহলিদের সঙ্গে। আগামী ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা। বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় নিজে এখবর নিশ্চিত করেছেন। সৌরভ জানিয়েছেন যে, হাসিনা প্রথা মেনে ইডেন বেল বাজিয়েই খেলার শুভারম্ভ করবেন।

Advertisment

আরও পড়ুন: বিসিবি-র বিরুদ্ধে এবার ধর্মঘট বাংলাদেশ ক্রিকেটারদের

ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে সৌরভ সাংবাদিকদের বললেন, "২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। সব ঠিক থাকলেই উনিই ইডেন বেল বাজাবেন।" জানা যাচ্ছে যে, বাংলাদেশের প্রথম টেস্ট খেলিয়ে দলের সদস্য়দের সংবর্ধনাও দেওয়া হবে ওদিন। ঘটনাচক্রে আজ থেকে ১৯ বছর আগে সৌরভ ও সেই টেস্টে অধিনায়ক হিসাবে অভিষেক করেছিলেন। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার সৌরভের ভারত নইমুর রহমান দুর্জয়ের দলের বিরুদ্ধে ন'উইকেটে জিতেছিল। সেই বাংলাদেশ দলে ছিলেন হাবিবুল বাশার, হাসিবুল হোসেন শান্ত, আক্রম খান ও মহম্মদ রফিকের মতো খেলোয়াড়রা।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ‘নন-স্টপ’ বিরাটকে বিশ্রামের ভাবনা

এ প্রসঙ্গে সৌরভ বলছেন, "আমরা বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা দলের সকলকে আসার জন্য় আমন্ত্রণ জানাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখব। পাশাপাশি আমি নিজে বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে ওই বাংলাদেশের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের সদস্য়দের আসতে বলব। প্রথম দিনের খেলার পর একটা ছোট্ট সংবর্ধনার ব্য়বস্থা করেছি। সৌরভ এও জানিয়েছেন যে, তিনি নিজে ব্য়ক্তিগত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খেলা দেখতে আসার জন্য় আমন্ত্রণ জানাবেন।

India Bangladesh
Advertisment