Advertisment

নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ সিরিজ, আত্মবিশ্বাসী সৌরভ

ইডেন টেস্ট ঘিরে সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মেগা-অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sourav ganguly

দিল্লিতেই হবে টি২০, বলছেন সৌরভ (পনীরসেলভম টুইটার)

বাংলাদেশ ক্রিকেটাররা বিদ্রোহ করেছেন। ১১ দফা দাবি বিসিবি না মানলে ক্রিকেট খেলার প্রশ্নই নেই, জানিয়ে দিয়েছেন শাকিব আল হাসান, রুবেল সহ শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। এমন অবস্থায় বাংলাদেশের ভারত সফর নিয়েই সংশয় তৈরি হয়েছে। ৩ তারিখেই বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচ। তার আগে অবশ্য বিসিসিআইয়ের সদস্য মনোনীত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটাই আত্মবিশ্বাসী, নির্ধারিত সূচি মেনেই সিরিজ সম্পন্ন হওয়ার বিষয়ে।

Advertisment

সৌরভ সংবাদসংস্থায় এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, "এটা বাংলাদেশ ক্রিকেটের আভ্যন্তরীন বিষয়। ওরা নিশ্চয় পুরো বিষয়টা সমাধান করে ফেলবে। আমাদের মধ্যে (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) প্রায়ই কথা হয়। তবে বাংলাদেশি ক্রিকেটারদের বিদ্রোহ আমার বিষয় নয়।"

আরও পড়ুন বিসিবি-র বিরুদ্ধে এবার ধর্মঘট বাংলাদেশ ক্রিকেটারদের

ইডেন টেস্ট ঘিরে সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মেগা-অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের প্রত্যেকেই সংবর্ধনা জানাতে তৈরি ইডেন। সৌরভ বলেছিলেন, "২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। সব ঠিক থাকলেই উনিই ইডেন বেল বাজাবেন।"

সেই সঙ্গে সৌরভের সংযোজন ছিল, "আমরা বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা দলের সকলকে আসার জন্য় আমন্ত্রণ জানাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখব। পাশাপাশি আমি নিজে বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে ওই বাংলাদেশের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের সদস্যদের আসতে বলব। প্রথম দিনের খেলার পর একটা ছোট্ট সংবর্ধনার ব্যবস্থা করেছি।" সৌরভ এও জানিয়েছেন যে, তিনি নিজে ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খেলা দেখতে আসার জন্য় আমন্ত্রণ জানাবেন।

জানা গিয়েছে, বাংলাদেশের প্রথম টেস্ট খেলিয়ে দলের সদস্যদের সংবর্ধনাও দেওয়া হবে ওদিন। ঘটনাচক্রে আজ থেকে ১৯ বছর আগে সৌরভ ও সেই টেস্টে অধিনায়ক হিসাবে অভিষেক করেছিলেন। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার সৌরভের ভারত নইমুর রহমান দুর্জয়ের দলের বিরুদ্ধে ন’উইকেটে জিতেছিল। সেই বাংলাদেশ দলে ছিলেন হাবিবুল বাশার, হাসিবুল হোসেন শান্ত, আক্রম খান ও মহম্মদ রফিকের মতো ক্রিকেটাররা।

এমন সাজো সাজো আবহেই সংশয় বাড়িয়ে মিরপুরের একটি মাঠে শাকিব আল হাসান, মাহমুদ্দুল্লা, মুশফিকুর রহিম সোমবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, তাঁদের এগারো দফা দাবি না মানা হলে ক্রিকেট খেলা স্থগিত থাকবে।

Sourav Ganguly Bangladesh
Advertisment