Advertisment

ক্রিকেটকে আচমকা বিদায় সেরার সেরা বাংলাদেশ তারকার! ক্যাপ্টেনকে হারিয়ে শোকের সাগরে পদ্মাপাড়

শোকের সাগরে ডুবে বাংলাদেশ

author-image
IE Bangla Sports Desk
New Update
bangladesh

গৃহযুদ্ধে ছারখার বাংলাদেশ ক্রিকেট

ওয়ানডেতে বাংলাদেশের ক্যাপ্টেন তামিম ইকবাল অবসর ঘোষণা করলেন। বৃহস্পতিবার বড়সড় ঘোষণায় তামিম ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন। আফগানিস্তানের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্ৰথম ওয়ানডেতেও খেলেছিলেন। চট্টগ্রাম ওয়ানডেতে ১২ করে আউট হয়ে যান তিনি। সেই ম্যাচই তামিমের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে দাঁড়াল।

Advertisment

তবে দ্বিতীয় ওয়ানডের আগেই আচমকা অবসর নিয়ে নিলেন তিনি। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি পিঠে সমস্যার কারণে।

আবেগী সাংবাদিক সম্মেলনে তামিম বলে দেন, "এটাই আমার কাছে শেষ। নিজের সেরাটা দিয়েছি। এখন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিলাম। আমার সমস্ত সতীর্থ, কোচ বিসিবি আধিকারিক, আমার পরিবারের সদস্য, এই দীর্ঘ যাত্রাপথে যাঁরা আমার সঙ্গে ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য সকলের প্রার্থনা চাইছি। আনার জন্য প্রার্থনা করবেন।"

গত বছর টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনার তামিম। টেস্ট এবং ওয়ানডেতে তামিমের আন্তর্জাতিক রান সংখ্যা যথাক্রমে ৫০৮৩ এবং ৮৩১৩।

Read the full article in ENGLISH

cricket Bangladesh Cricket Cricket News
Advertisment