শাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ সদস্য়ের দল আসছে ভারতে। ফর্মে না থাকা বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি ও পেসার আল আমিনকে হোসেনকে দলে নেওয়া হয়েছে।
সানি ও হোসেন তিন বছর আগে শেষবার বাংলাদেশের হয়ে টি-২০ খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। তারও আগে ওয়ানডে খেলেছেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুন আবেদিন এই দুই খেলোয়াড়কে দলে নেওয়ার কারণ হিসাবে বলছেন, “আরাফত ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল বল করেছে। আমাদের দলে শাকিব তো রয়েছেই। কিন্তু এমন একজনকে চেয়েছিলাম যাঁর টি-২০ ফর্ম্য়াটে অভিজ্ঞতা রয়েছে। আল আমিনকে নিয়েছি ভারতের মাটির কথা ভেবে। সম্প্রতি ভারতের পিচে আমরা ঘাস দেখেছি। আল আমিন নিজের ফিটনেসকে খুব ভাল জায়গায় নিয়ে গিয়েছে। ওর সিম আপ খুব ভাল। ভারতে সিম ভাল থাকা বোলাররা সফল হয়।”
আরও পড়ুন: ভারত সফরের আগে পেসারদের ফিটনেস নিয়ে চিন্তায় বাংলাদেশের প্রধান নির্বাচক
Bangladesh 15-man squad for the T20I series against India.#BANvInd #T20I pic.twitter.com/Sy5gAY2D1r
— Bangladesh Cricket (@BCBtigers) October 17, 2019
টিমে তাইজুল ইসলাম, সাব্বির রহমান ও নাজমুল হোসেনরা সুযোগ পাননি। রয়েছেন সৌম্য় সরকার। যদিও বিসিবি-র প্রধান নির্বাচক জানিয়েছেন সৌম্য়কে তাঁদের দলে নেওয়ার ইচ্ছা ছিল না। কোচের জোরাজুরিতেই তাঁরা সৌম্য়কে দলে নিয়েছেন।
তিন ম্য়াচের টি-২০ সিরিজের জন্য় বাংলাদেশ দল:
শাকিব আল হাসান (ক্য়াপ্টেন), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য় সরকার, নঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমদুল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মহম্মদ সইফুদ্দিন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শইফুল ইসলাম
দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের কবে আর কোথায় কোথায় ম্য়াচ
৩ নভেম্বর (রবিবার): প্রথম টি-২০, দিল্লি, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম
৭ নভেম্বর (বৃহস্পতিবার): দ্বিতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
১০ নভেম্বর (রবিবার): তৃতীয় টি-২০, নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম