Advertisment

Mustafizur Rahman: মাথা থেঁতলে দিল সপাটে বল! রক্তাক্ত মুস্তাফিজ হাসপাতালে, বুকে হাত গোটা বাংলাদেশের

Mustafuzur Rahman taken to hospital: হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, মুস্তাফিজুরের ইন্টারনাল হেমারেজ বা মস্তিষ্কের মধ্যে কোনও রক্তপাত হয়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mustafizur Rahman, Bangladesh

Mustafizur Rahman-Bangladesh: আহত হওয়ার পর মাথায় হাত দিয়ে বসে পড়েন মুস্তাফিজুর। (ছবি- টুইটার)

Bangladesh Mustafizur Rahman bleeding: খেলার মাঠে অনুশীলনের সময় মাথায় চোট পেলেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনের সময় মাথায় আঘাত পান এই তরুণ বাংলাদেশি ক্রিকেটার। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয় এই ফাস্ট বোলারকে।

Advertisment

ঘটনার সময় মুস্তাফিজুর বল করছিলেন। পাশের জালে ব্যাট করছিলেন ম্যাথিউ ফোর্ড। তাঁর শট এসে লাগে বাঁহাতি বাংলাদেশি পেসারের মাথায়। খেলোয়াড়দের অনুশীলনের সময় অ্যাম্বুল্যান্স প্রতিদিনই মাঠের পাশে দাঁড় করানো থাকে। এদিনও ছিল। দাঁড় করানো সেই অ্যাম্বুল্যান্সে চাপিয়েই মুস্তাফিরজুরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগে মাঠে উপস্থিত টিমের স্বাস্থ্যকর্মীরাই প্রাথমিক চিকিৎসা করেন মুস্তাফিজুরের।

হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, মুস্তাফিজুরের ইন্টারনাল হেমারেজ বা মস্তিষ্কের মধ্যে কোনও রক্তপাত হয়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই মুস্তাফিজুরের ভক্তদের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে উদ্বেগ কাটাতে বিবৃতি জারি করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল।

আরও পড়ুন- বাজবলকে প্লাস্টিক বল বানাল টিম ইন্ডিয়া! যশস্বীর ব্যাটের ফুলকিতে সিরিজে ২-১ ভারতের

এক বিবৃতিতে তিনি বলেন, 'অনুশীলনের সময় একটি বল সরাসরি মুস্তাফিজুর রহমানের মাথার বাঁদিকে লাগে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায়। রক্ত বন্ধ করতে কম্প্রেশন ব্যান্ডেজ করে দিই। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানের রিপোর্ট ঠিকই আছে। আমাদের আশঙ্কা ছিল, কোনও ইন্টারনাল হেমারেজ হয়েছে কি না! রিপোর্টে স্পষ্ট ধরা পড়েছে, ওসব কিছু হয়নি। আঘাত শুধু মাথার বাইরেই লেগেছে। হাসপাতালের সার্জিক্যাল টিম মাথার ফেটে যাওয়া জায়গাটা সেলাই করে দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফিজিও ওঁকে প্র্যাকটিস করাচ্ছেন।'

cricket Bangladesh Bangladesh Cricket Hospitalized Bangladesh Cricket Team
Advertisment