Shakib Al Hasan in GT20 League: বিতর্কের মধ্যে দিয়ে বারবার শিরোনামে উঠে আসেন সাকিব আল হাসান। বারবার তাঁর অহমিকা, চারিত্রিক আগ্রাসন তাঁকে নেতিবাচকভাবে তুলে ধরেছে জনসমক্ষে। একইভাবে এবার কানাডায় গ্লোবাল টি২০ লিগ খেলতে গিয়েও বিতর্ক বাঁধিয়ে বসলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সুপার ওভার খেলতে অস্বীকার করলেন। যার ফলে তাঁর দল প্লে অফের দৌঁড় থেকেই ছিটকে গেল।
GT20 কানাডা লিগে সাকিব আল হাসান বাংলা টাইগার্স দলের ক্যাপ্টেন। টরন্টো ন্যাশনালস-এর বিরুদ্ধে এলিমিনেটরের ম্যাচে নামার কথা ছিল বাংলা টাইগার্স-এর। তবে প্রবল বৃষ্টিতে ম্যাচ আয়োজন করা যায়নি। তাই ম্যাচের আধিকারিকরা সুপার ওভারে ম্যাচ ফয়সালার প্রস্তাব দিয়েছিলেন। তবে এই প্রস্তাবে সম্মত হননি সাকিব। তাই টসে হাজির হননি। এতেই টরন্টো ন্যাশনালস-কে বিজয়ী বলে দেওয়া হয়। এবং ছিটকে যায় বাংলা টাইগার্স।
কেন টসের সময় হাজির হলেন না সাকিব? বাংলাদেশি তারকার যুক্তি, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সুপার ওভারে খেলার ফয়সালা করা আইসিসির নিয়ম বিরুদ্ধ। নিয়ম মাফিক একমাত্র টাই ম্যাচে সুপার ওভারের আয়োজন করা যায়। আর বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ক্ষেত্রে দুই দলকে ন্যূনতম ৫ ওভার করে ব্যাটিং করতে দিতেই হয়।
তবে ম্যাচ আধিকারিকরা সাকিবের আচরণে ক্রুদ্ধ হন। সেই কারণে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও বাংলা টাইগার্সকে এলিমিনেট করে দেওয়া হয়। কোয়ালিফায়ার-২'এ খেলার যোগ্যতা অর্জন করে ফেলে চতুর্থ স্থানে থাকা টরেন্টো ন্যাশনালস।
সাকিব আল হাসান অবশ্য ভুল ছিলেন না। আইসিসির নিয়মে স্পষ্ট বলা হয়েছে, একমাত্র টাই ম্যাচের ক্ষেত্রেই সুপার ওভারের আয়োজন করতে হবে। দুই দলের ইনিংস নূন্যতম ৫ ওভার করে না গড়ালে সেই ম্যাচের ফলাফল অমীমাংসিত রাখতে হয়। সাকিব চেয়েছিলেন আম্পায়াররা দুই ইনিংসে পাঁচ ওভার করে মোট ১০ ওভারের ম্যাচ আয়োজনে সায় দিক। তবে আম্পায়াররা সাকিবের যুক্তিতে কান দেননি। সরাসরি বাতিল করে দেয় বাংলা টাইগার্স দলকে। সাকিবের জন্যই কার্যত ভুগতে হল বাংলা টাইগার্স দল।