Advertisment

Shakib Al Hasan: চোখে ঝাপসা দেখছেন সাকিব! বিরাট সমস্যায় তোলপাড় বাংলাদেশ ক্রিকেট

Shakib Al Hasan, Bangladesh Cricket: বিপিএলের গত ম্যাচের পর, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান নিশ্চিত করেছিলেন যে ২০ জানুয়ারি ফরচুন বরিশালের কাছে তাদের পাঁচ উইকেটে পরাজয়ের পরে সাকিব তাঁর চোখের সমস্যার কথা ফের জানান।

author-image
IE Bangla Sports Desk
New Update
shakib-bangladesh

বিরাট সমস্যায় পড়ে গেল বাংলাদেশ (টুইটার)

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। তাঁর বাম চোখে রেটিনায় সমস্যা ধরা পড়েছে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জারি করা হয়েছে। তবে, শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ৩৬ বছর বয়সি এই খেলোয়াড় অংশ নেবেন। সাকিব তাঁর চোখে সমস্যা নিয়ে অভিযোগ করেছিলেন। যার জেরে পরে তিনি বাংলাদেশ এবং বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। চোখের একাধিক মূল্যায়নের পরে, তাঁর বাম চোখের রেটিনায় সমস্যা ধরা পড়ে।

Advertisment

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সিনিয়র চিকিত্সক ডা. দেবাশিস চৌধুরী বলেন, 'সাকিব তাঁর বাম চোখে একটা সমস্যার কথা জানিয়েছেন। একাধিকবার চোখ পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ এবং বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। নিশ্চিত হওয়া গেছে যে উনি বাম চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাস কোরিওরেটিনোপ্যাথিতে (সিএসআর) ভুগছেন। আপাতত এই সমস্যা মেটাতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'

আরও পড়ুন- ভারতে আমাদের যাওয়াই উচিত নয়…. বিস্ফোরক ভঙ্গিতে স্টোকস উগরে দিয়েছিলেন রাগ

ডা. চৌধুরী আরও বলেন, 'Extrafoveal Central Serous Chorioretinopathy হল এমন একটি অবস্থা, যা রেটিনাকে প্রভাবিত করে। যা দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটায়। সাকিবের তত্ত্বাবধানে থাকা মেডিকেল টিম এজন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। এই সমস্যা মেটানো সম্ভব হবে বলেই চিকিৎসকরা আশাবাদী।'

বিপিএলের গত ম্যাচের পর, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান নিশ্চিত করেছিলেন যে ২০ জানুয়ারি ফরচুন বরিশালের কাছে তাদের পাঁচ উইকেটে পরাজয়ের পরে সাকিব তাঁর চোখের সমস্যার কথা ফের জানান। নুরুল বলেন, 'তিনি (সাকিব) বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। আমার মনে হয়, তিনি নিয়মিত চিকিৎসা করাচ্ছেন। এখন সমস্যাটি কোন পর্যায়ে রয়েছে, তা চিকিৎসকরাই বলতে পারবেন।' সাকিব ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এসেছেন। তারপর বরিশালের বিরুদ্ধেই তিনি প্রথম ম্যাচ খেলেন। সেই সময় তাঁর আঙুলে চোট লেগেছিল। বরিশালের বিপক্ষে ম্যাচে সাকিব ১৬ রানে ২ উইকেট নেন।

Bangladesh Cricket Bangladesh Shakib Al-Hasan Bangladesh Cricket Team
Advertisment