Shakib Al Hasan bank account seized: সাকিবের বিপদ যেন কমার কোনও ইঙ্গিত নেই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবসর টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি নিরাপত্তার কারণে। এবার বাংলাদেশে সাকিবের সমস্ত ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করে দেওয়া হল।
আর্থিক কারচুপির অজুহাতে সাকিব, সাকিব পত্নী শিশির-এর ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করে দিল দেশটির ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো (BFIU)। শেয়ার বাজারে অনিয়মের অভিযোগে বন্ধ করা হল সমস্ত ব্যাঙ্ক একাউন্ট। এর অর্থ সাকিব সংশ্লিষ্ট ব্যাঙ্ক একাউন্ট থেকে কোনওরকম আর্থিক লেনদেন চালাতে পারবেন না।
শেয়ারের দামে তছরুপির তদন্ত শুরু করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন (BSEC)। তারপর সাকিবকে ৫ লক্ষ বাংলাদেশি টাকা জরিমানা করা হয়। এরপরেই সকিবের ব্যাঙ্ক একাউন্ট-এর নিয়ন্ত্রণ চাওয়া হয় BFIU-এর তরফে। শুক্রবার BFIU জানিয়ে দেয় তারকা ক্রিকেটারের সমস্ত একাউন্ট ফ্রিজ করা হচ্ছে।
হাসিনার প্রিয়পাত্র সাকিব শাসক দলের বদলের পরেই বিপদে পড়েন। হাসিনা সরকারের ছাত্র বিরোধী আন্দোলনে নিশ্চুপ থাকার অভিযোগে খলনায়কে মর্যাদা পেয়ে গিয়েছেন পদ্মাপাড়ে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে বাংলাদেশে। যে খুনের সময়ে তিনি কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত ছিলেন।
এরপরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদায়ী টেস্ট খেলে অবসরের প্ল্যানিং ছিল তাঁর। তবে নিরাপত্তার আশ্বাস না পেয়ে সাকিব ফিরতে পারেননি দেশে। সম্প্রতি কাউন্টি খেলার সময় তাঁর বোলিং একশন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই খারাপ সময় কবে কাটাতে পারবেন তিনি, সেদিকেই নজর ক্রিকেট মহলের।